Advertisement
E-Paper

সাহিত্য সম্মেলনে গিয়ে ‘ছাওয়া’র প্রশংসা প্রধানমন্ত্রীর, কৃতজ্ঞতা জানালেন ভিকি, রশ্মিকা

সম্প্রতি সারা দেশে মুক্তি পেয়েছে ভিকি কৌশল-রশ্মিকা মন্দানা অভিনীত ছবি ‘ছাওয়া’। শিবাজি সাওয়ান্তের লেখা মরাঠি উপন্যাস ‘ছাওয়া’ অবলম্বনে তৈরি এ ছবির উপজীব্য ছত্রপতি শিবাজির ব়ড় ছেলে সম্ভাজির জীবন কাহিনি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:১৩
Narendra modi gives a shout out for Vicky Kaushal Rashmika Mandannas film Chhaava dgtl

ভিকি কৌশল, রশ্মিকা মন্দানা অভিনীত ‘ছাওয়া’ ছবির প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গ্রাফিক: আনন্দবাজার অনলাইন

প্রত্যাশা মতোই ‘ছাওয়া’র প্রশংসায় প়ঞ্চমুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার ৯৮ তম ‘অখিল ভারতীয় মরাঠি সাহিত্য সম্মেলন’-এ যোগ দিয়েছিলেন তিনি। সেখানেই মরাঠি সাহিত্য, চলচ্চিত্র নিয়ে কথা বলতে গিয়ে ‘ছাওয়া’র প্রশংসা করেন।

সম্প্রতি সারা দেশে মুক্তি পেয়েছে ভিকি কৌশল-রশ্মিকা মন্দানা অভিনীত ছবি ‘ছাওয়া’। শিবাজি সাওয়ান্তের লেখা মরাঠি উপন্যাস ‘ছাওয়া’ অবলম্বনে তৈরি এ ছবির উপজীব্য ছত্রপতি শিবাজির ব়ড় ছেলে সম্ভাজির জীবন কাহিনি। খলনায়ক হিসাবে দেখানো হয়েছে বৃদ্ধ মুঘল সম্রাট ঔরঙ্গজেবকে। গত কয়েক দিনে ভাল ব্যবসা করেছে লক্ষ্মণ উতেকর পরিচালিত এই ছবি।

মরাঠি সাহিত্য সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, “সম্ভাজি মহারাজের এই শৌর্যের সঙ্গে এই ভাবে পরিচয় করিয়ে দিয়েছে শিবাজি সওয়ান্তের উপন্যাসই। এই মহারাষ্ট্র আর মুম্বইই তো মরাঠির সঙ্গে সঙ্গে হিন্দি ছবিকেও এই উচ্চতায় পৌঁছে দিচ্ছে। এখন তো ‘ছাওয়া’ ধুন্ধুমার কাণ্ড বাধিয়ে ফেলেছে।”

সে কথা খুব ভুল নয়। মরাঠি আবেগে যথেষ্ট আপ্লুত করেছে এই ছবি। দর্শক নানা ভাবে তার প্রকাশ করছেন প্রেক্ষাগৃহে। এ বার প্রধানমন্ত্রীর প্রশংসায় ‘ছাওয়া’র কলাকুশলীরা আরও উদ্বুদ্ধ হবেন বলেই মনে করা হচ্ছে। ইতিমধ্যেই ভিকি ইনস্টাগ্রামে প্রধানমন্ত্রীর ভিডিয়ো ভাগ করে লিখেছেন, “এতটা সম্মানিত বোধ করছি যে কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে কৃতজ্ঞ।” একই ভাবে ছবির নায়িকা রশ্মিকা মন্দানাও ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রীকে। তিনি সমাজমাধ্যমে লিখেছেন, “অনেক ধন্যবাদ নরেন্দ্র মোদী মহাশয়। এটা সত্যিই সম্মানের বিষয়।” যদিও কিছু সমালোচনাও হয়েছে ‘ছাওয়া’ নিয়ে।

Rashmika Mandanna Vickey kaushal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy