প্রাক্তন ‘বিগ বস’ প্রতিযোগী এবং অভিনেতা আরমান কোহলির মুম্বইয়ের বাড়িতে হানা দেয় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। এনসিবির জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ের তত্ত্বাবধানে প্রায় ছ’ঘণ্টা ধরে তল্লাশি চালানো হয়।
সংবাদ সংস্থা সূত্রে খবর, টানা তল্লাশির পর আরমানের বাড়ি থেকে মাদক উদ্ধার করা হয়। এর পর তাঁকে এনসিবি-র দফতরে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়।
মুম্বইয়ের ড্রাগ পাচার চক্রের হদিশ পাওয়ার জন্য এনসিবি ‘রোলিং থান্ডার’ অপারেশন করছে। তারই অঙ্গ হিসেবে আরমানের বাড়িতে তারা তল্লাশি চালিয়েছে। এই অপারেশনের মাধ্যমে সাত জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের মধ্যে একজন টেলিভিশন অভিনেতা গৌরব দীক্ষিত এবং দু’জন নাইজেরিয়ার বাসিন্দা।