Advertisement
২৩ এপ্রিল ২০২৪
Neena Gupta

Neena Gupta: সুভাষ ঘাই ‘চোলি কে পিছে’ গানে ‘প্যাডেড ব্রা’ পরতে বলায় অস্বস্তি হয়েছিল: নীনা গুপ্ত

নীনা গুপ্তর চোলি বা ব্লাউজের মধ্যে কিছু ভরার নির্দেশ দিয়েছিলেন পরিচালক।

‘চোলি কি পিছে’ গানে নীনা গুপ্ত

‘চোলি কি পিছে’ গানে নীনা গুপ্ত

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৭ জুন ২০২১ ১৩:৩৩
Share: Save:

‘চোলি কি পিছে’ গানের শ্যুট চলছে। ওই গানের জন্য অভিনেত্রী নীনা গুপ্তকে গুজরাতের আদিবাসী পোশাকে সাজিয়ে এনে যখন পরিচালক সুভাষ ঘাইয়ের সামনে হাজির করা হল, তিনি চিৎকার করে বললেন, ‘কুছ ভরো’। নীনা গুপ্তর চোলি বা ব্লাউজের মধ্যে কিছু ভরার নির্দেশ দিয়েছিলেন পরিচালক। তিনি চেয়েছিলেন, নীনা যেন চোলির ভিতরে ‘প্যাডেড ব্রা’ পরেন।

সোমবার নীনার আত্মজীবনী ‘সচ কাহু তো’ প্রকাশ করেন অভিনেত্রী করিনা কপূর খান। নীনার কলমে উঠে আসে তাঁর অভিনয় জীবনের নানা ঘটনা। ‘চোলি কে পিছে’ গানের অজানা ইতিহাসও এই লেখার সূত্র ধরেই প্রকাশ্যে আসে।

নীনা এবং সুভাষ

নীনা এবং সুভাষ

১৯৯৩ সালে ‘খলনায়ক’ ছবি শ্যুট করছিলেন সুভাষ ঘাই। নীনা জানান ‘চোলি কে পিছে’ গানে তাঁর ভূমিকার কথা শুনে তেমন উৎসাহ বোধ না করেননি অভিনেত্রী। কিন্তু গায়িকা ইলা অরুণ তাঁর অংশ গাইবেন শুনে তিনি আনন্দ পেয়েছিলেন। কিন্তু ওই গানের শ্যুটের দিন নীনাকে গুজরাতি পোশাকে দেখে পরিচালক হতাশ হন। নীনা লিখছেন, ‘পরিচালক আমার চোলি দেখেই চিৎকার করেন। উনি হয়তো মনে মনে আমার চোলির অংশ আরও বড় আকারের হবে ভেবেছিলেন। তবে আমি ভীষণ অস্বস্তিতে পড়ি।’ কোনও দোষারোপ নয়, নীনা উল্লেখ করেন সুভাষ ঘাই এতটাই খুঁতখুঁতে ছিলেন বলেই এই আচরণ করেন। সে দিন নীনা শ্যুট করেননি। তবে তার পরের দিন ‘প্যাডেড ব্রা’ পরেই গানের শ্যুট করতে হয়েছিল তাঁকে।

’৯০-এর দশকে সবচেয়ে জনপ্রিয় গানের তালিকায় ছিল, ‘চোলি কে পিছে কেয়া হ্যায়’। আর সেই গান নিয়েই অজানা তথ্য ফাঁস করলেন নীনা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE