আজ মঙ্গলবার তাঁদের বিয়ের হলদি অনুষ্ঠানের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন বিখ্যাত ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়। তার পরেই লাইকের বন্যায় বেসে গেছে পোস্টটি।
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০১৯ ১৬:১৩
হলদি অনুষ্ঠানে এই পোশাকই পরেছিলেন ঈশা অম্বানী। ছবি সব্যসাচী মুখোপাধ্যায়ের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে।
গত বছরের শেষে অম্বানী কন্যার বিয়ে সম্পর্কিত আলোচনায় আলোড়িত হয়েছিল আসমুদ্র হিমাচল। অম্বানী কন্যা ঈশার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন আনন্দ পিরামল। শিল্পপতি পরিবারের এই জোটবন্ধন নিয়ে নেটিজেনদের আগ্রহ নতুন বছরেও রয়েছে। সে প্রমাণ আরও এক বার মিলল। উদয়পুরে তাঁদের বিয়ের ‘হলদি’ অনুষ্ঠানের ছবি নেটদুনিয়ায় প্রকাশিত হওয়ার ছ’ঘণ্টার মধ্যে প্রায় ১ লক্ষ ৪০ হাজার মানুষ লাইক করল সেটিতে।
২০১৮-র ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে চার হাত এক হয়েছে ঈশা ও আনন্দের। আজ মঙ্গলবার তাঁদের বিয়ের হলদি অনুষ্ঠানের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন বিখ্যাত ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়। তার পরেই লাইকের বন্যায় বেসে গেছে পোস্টটি।
মোট দু’টি ছবি পোস্ট করেছেন সব্যসাচী। একটি ছবিতে রয়েছেন ঈশা অম্বানী একা। অন্যটিতে আনন্দের সঙ্গে হাস্যময় ঈশা। সেই ছবিগুলিতে হলুদ রঙের লেহঙ্গাতে দেখা যাচ্ছে ঈশাকে। সঙ্গে গলা ভর্তি গয়না।
১২ ডিসেম্বর মুম্বইয়ে জমকালো অনুষ্ঠানের মাধ্যেমে অম্বানী কন্যার সঙ্গে বিয়ে হয় শিল্পপতি আনন্দ পিরামলের। তার আগে রাজস্থানের উদয়পুরে বসেছিল তাদের হলদি অনুষ্ঠানের আসর। সেই অনুষ্ঠানের ছবিই প্রকাশিত হল আজ।