সৌন্দর্য প্রতিযোগিতায় নিজেকে প্রমাণ করেছিলেন। অভিনয়ের দক্ষতা প্রমাণ করে বলিউড থেকে হলিউডে পাড়ি দেন। গায়িকা হিসেবেও পরিচিতি অর্জন করেন। এ বার অনুরাগীদের প্রশ্ন, মা হিসাবে কেমন প্রিয়ঙ্কা চোপড়া? সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই উত্তর দিলেন নিক জোনাস।
প্রিয়ঙ্কা ও নিকের কন্যা মালতী মেরির বয়স দেখতে দেখতে হয়ে গিয়েছে ৩। মেয়ের প্রতি নাকি খুব মায়া প্রিয়ঙ্কার। সেই অর্থে তিনি কড়া মা নন। নিক বলেছেন, “প্রিয়ঙ্কা খুবই সহানুভূতিশীল। ওর যে গুণগুলো ওকে মানুষ হিসেবে সুন্দর করে তুলেছে, সেই গুণগুলোই ওকে একজন অসাধারণ মা হয়ে উঠতে সাহায্য করেছে। এই সফরে ওর সঙ্গে থাকতে পেরে আমি খুব কৃতজ্ঞ।”
আরও পড়ুন:
গত সপ্তাহেই ছিল আন্তর্জাতিক মাতৃদিবস। সেই দিন প্রিয়ঙ্কা ও মালতীকে নিয়ে একটি পার্কে বনভোজনে গিয়েছিলেন নিক। আমেরিকার পপ তারকা বলেছেন, “আমার ভাইয়ের মাথায় দারুণ কিছু পরিকল্পনা থাকে। ও-ই আমাকে বলেছিল, এই পার্কে গিয়ে দিনটি উদ্যাপন করতে।” সেই সব ছবি সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছিলেন নিক। সবুজে ঘেরা পার্কে চাদর বিছিয়ে সুসময় কাটিয়েছিলেন মা-বাবা ও তাঁদের একরত্তি। সঙ্গে ছিল সুস্বাদু খাবারের আয়োজন।
উল্লেখ্য, হলিউডে পাড়ি দেওয়ার পরেই নিকের সঙ্গে প্রেম শুরু প্রিয়ঙ্কার। ২০১৮ সালের ডিসেম্বর মাসে বিয়ে করেছিলেন তারকা দম্পতি। তার পর থেকে আমেরিকাতেই থাকেন দেশি গার্ল। কাজের প্রয়োজনে মুম্বই শহরে আসেন। ২০২২ সালের জানুয়ারিতে সারোগেসির মাধ্যমে মা হন প্রিয়ঙ্কা।