ন্যানি আছেন। তবু মেয়েকে খাওয়ানো-ঘুম পাড়ানোর দায়িত্ব নিজেরাই সযত্নে সামলাচ্ছেন বাবা-মা। আর ঘুম পাড়ানি গান? সে-ও চলছে জোরদার। সৌজন্যে বাবা নিক জোনাস এবং মা প্রিয়ঙ্কা চোপড়া। নিজে গায়ক। তাই শত ব্যস্ততার মাঝেও মেয়েকে পুরনো পাশ্চাত্য সঙ্গীত গেয়ে শোনাচ্ছেন নিক। আর প্রিয়ঙ্কা? তিনিই বা পিছিয়ে থাকবেন কেন? নিজে না গাইলেও আইপড তো আছে। তার ভরসাতেই মেয়েকে শোনাচ্ছেন পুরনো হিন্দি গানের ঐশ্বর্য। মেয়ের নামকরণের মতোই পশ্চিমী এবং ভারতীয় ঐতিহ্য সেতু বাঁধছে ছোট্ট মালতীর গান-যাপনে। কোনটা মনে ধরবে তার? সে উত্তর দেবে সময়।