সূর্য ওঠার আগেই শুক্রবার দিল্লির তিহাড় জেলে ফাঁসিকাঠে ঝুলিয়ে দেওয়া হল নির্ভয়া কাণ্ডের চার প্রাপ্তবয়স্ক অপরাধীকে। সাধারণ থেকে সেলেব— সবার মুখে একটাই কথা, ‘অবশেষে বিচার পেলেন নির্ভয়া’। কিন্তু ২০১২ তে ঘটে যাওয়া সেই নারকীয় ঘটনার বিচার পেতে এত সময় লেগে গেল? এই দীর্ঘমেয়াদি বিচার প্রক্রিয়ার দিকেও আঙুল তুলছেন অধিকাংশই। বিচার ব্যবস্থার যে সংস্কার প্রয়োজন তা মনে করছেন অনেক সেলিব্রিটিরাও। কী বলছেন বলি সেলেবরা? দেখে নেওয়া যাক এক ঝলকে...
প্রীতি জিন্টা
বলিউডের ‘ডিম্পল গার্ল’ খুশি। তবে সন্তুষ্ট নন। টুইটারে তিনি লিখেছেন, “যদি ২০১২ তেই তাঁদের ফাঁসিকাঠে ঝোলানো যেত তাহলে মাঝে এত গুলো বছরে মহিলাদের উপর হওয়া অত্যাচারের ঘটনায় অনেকটাই রাশ টানা যেত। বিচারব্যবস্থা সংস্কারের এটাই মোক্ষম সময়। সরকারের কাছে আমার আবেদন, তাঁরা যেন এই বিষয় নিয়ে উপযুক্ত পদক্ষেপ করেন।”