শাহরুখ খানের পরবর্তী ছবি ‘কিং’ নিয়ে উন্মাদনার শেষ নেই। এরই মধ্যে এক বার পরিচালক বদল হয়েছে। শোনা গিয়েছে, পরিচালক বদলের সঙ্গে সঙ্গেই বদলেছে কাহিনির রেখাচিত্র। এখনও স্থিরই হয়নি কোন চরিত্রে কে অভিনয় করবেন। কিন্তু সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবি নিয়ে উৎসাহের অন্ত নেই শাহরুখ অনুরাগীদের মধ্যে।
এর আগে শোনা গিয়েছিল, সুহানা খানের চরিত্রের মা হিসাবে দেখা যেতে পারে দীপিকা পাড়ুকোনকে। ক্যামিয়ো অথচ, গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন দীপিকা। এই মুহূর্তে নিজের সন্তান দুয়াকে নিয়েই ব্যস্ত অভিনেত্রী। তাঁকে শেষ দেখা গিয়েছে, ‘কল্কি ২০৯৮’ ছবিতে। মনে করা হয়েছিল, শাহরুখের বিপরীতেই প্রত্যাবর্তন ঘটাতে চলেছেন তিনি। কিন্তু এখন শোনা যাচ্ছে, প্রত্যাবর্তন ঘটতে চলেছে শাহরুখের পুরনো নায়িকা রানি মুখোপাধ্যায়ের।
সূত্রের খবর, ক্যামিয়ো নয়। সুহানার মায়ের চরিত্রে রানিকে দেখা যাবে এবং এই চরিত্রটিই রহস্য রোমাঞ্চ ঘরানার এ ছবির মূল অনুঘটক। জানা গিয়েছে, শাহরুখের তরফে প্রস্তাব যাওয়ার পর খুব বেশি ভাবনাচিন্তার সময় নেননি রানি। চিত্রনাট্য শোনার পরই জানিয়ে দিয়েছিলেন তিনি রাজি এ ছবিতে কাজ করতে। আর এ খবর সত্য হলে ১৯ বছর পর শাহরুখের সঙ্গে দেখা যাবে রানিকে।
জুটির ‘কভি আলভিদা না ক্যাহনা’ মুক্তি পেয়েছিল ২০০৬ সালে। তার আগে ২০০৫ সালে ‘পহেলি’ এবং ২০০৩ সালে মুক্তি পেয়েছিল ‘চলতে চলতে’। ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কভি খুশি কভি গম’ ছবিতে কাজ করেছেন তাঁরা। তবে এ দু’টি ছবিতে রানির সঙ্গে শাহরুখের রোমান্স পায়নি প্রত্যাশিত মাত্রা। এ বার কী ঘটতে চলেছে, তা নিয়ে চড়ছে আগ্রহের পারদ।
‘কিং’-এর বিভিন্ন চরিত্রে দেখা যেতে পারে জ্যাকি শ্রফ, অনিল কাপুর, আরশাদ ওয়ারসি, অভিষেক বচ্চন, জয়দীপ আহলাওয়াত এবং অভয় বর্মার অভিনেতাদের। এমনকি দীপিকা পাড়ুকোনও থাকছেন বলেই জানা যাচ্ছে। সব ঠিক থাকলে আগামী সপ্তাহে শুটিং শুরু হতে চলেছে। ২০২৬ সালের শেষার্ধে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে ছবিটি।