Advertisement
E-Paper

দৌড়ে এগিয়ে থেকেও ছিটকে গেলেন কিয়ারা! ‘ডন ৩’ ছবিতে রণবীরের বিপরীতে কোন নায়িকা?

২০০৬ সালে ‘ডন’ ও ২০১১ সালে ‘ডন ২’-এর এ বার পালা ‘ডন ৩’-এর। বাদশার জায়গায় ‘ডন’রূপে ফিরছেন রণবীর সিংহ। তাঁর বিপরীতে চূড়ান্ত হলেন কোন নায়িকা?

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৯ অগস্ট ২০২৩ ১৭:৫২
Kiara Advani and Ranveer Singh.

(বাঁ দিকে) কিয়ারা আডবাণী। রণবীর সিংহ (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

বলিউডের এই মুহূর্তের অন্যতম জনপ্রিয় ও চর্চিত অভিনেত্রী কিয়ারা আডবাণী। কার্তিক আরিয়ানের সঙ্গে জুটি বেঁধে ‘সত্যপ্রেম কি কথা’ ছবিতে অভিনয় করেছেন তিনি। কয়েক মাস মুক্তিও পেয়েছে সেই ছবি। ‘সত্যপ্রেম কি কথা’-র সাফল্যের পর এ বার পরবর্তী ছবির জন্য আটঘাট বাঁধছেন কিয়ারা। গত কয়েক দিন ধরে শোনা যাচ্ছিল, ফারহান আখতারের ‘ডন ৩’ ছবিতে নাকি দেখা যেতে চলেছে কিয়ারাকে। খবর মিলেছিল, রণবীর সিংহের বিপরীতেই নাকি দেখা যেতে তাঁকে। তবে এখন কানাঘুষো, ছবির নির্মাতাদের পছন্দের তালিকায় কিয়ারা থাকলেও তাঁকে নাকি টেক্কা দিয়েছেন বলিউডের অন্য এক জনপ্রিয় অভিনেত্রী কৃতি শ্যানন।

কৃতি শ্যানন।

কৃতি শ্যানন। ছবি: সংগৃহীত।

সম্প্রতি ‘ডন ৩’ ছবির প্রযোজনা সংস্থা ‘এক্সেল এন্টারটেনমেন্ট’-এর অন্যতম কর্তা রীতেশ সিধওয়ানির অফিসে দেখা গিয়েছিল কৃতিকে। এই মুহূর্তে ‘ডন ৩’ ছবি নিয়েই কোমর বেঁধে নেমেছেন রিতেশ ও ফারহান। অন্য কোনও ছবি নিয়ে এখন ভাবতে চাইছেন না তাঁরা। তাই অনুমান, অন্য কোনও ছবি নয়— ‘ডন ৩’-এর জন্যই রীতেশের অফিসে গিয়েছিল কৃতি। যদিও এখনও পর্যন্ত রণবীরের বিপরীতে কোন নায়িকাকে দেখা যাবে, তা নিয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি জারি করেননি ছবির নির্মাতারা।

বলিউডে এখন আলোচনার কেন্দ্রে ‘ডন ৩’। নিজের অন্যতম সফল ও জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজ়ি নিয়ে ফিরছেন পরিচালক ফারহান আখতার। ‘ডন’ এবং ‘ডন ২’ ছবির সাফল্যের পরে ‘ডন ৩’ ছবিতে ফেরার কথা ছিল শাহরুখ খানেরই। তবে পরে খবর মেলে, ছবিতে অভিনয় করতে রাজি হননি বাদশা। তাই খোঁজ শুরু হয় এমন এক অভিনেতার, যিনি শাহরুখের জুতোয় পা গলাতে পারবেন। গত কয়েক মাস ধরেই কানাঘুষো শোনা যাচ্ছিল, শাহরুখ ‘ডন’-এর ব্যাটন তুলে দিতে চলেছেন রণবীর সিংহের হাতে। অবশেষে সেই খবরে সিলমোহর পড়েছে সম্প্রতি। নতুন যুগের ‘ডন’ হিসাবে আত্মপ্রকাশ করেছেন রণবীর। প্রকাশ্যে এসেছে নতুন টিজ়ারও। আগামী বছর থেকে শুটিং শুরু হতে চলেছে ছবির। ২০২৫ সালে মুক্তি পাওয়ার কথা ‘ডন ৩’-এর।

Bollywood Scoop Kiara Advani Ranveer Singh Don 3 Farhan Akhtar Kriti Sanon
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy