মন খারাপের বছর শেষ। ২০২১-এর শুরুটা চেনা পরিধির বাইরে গিয়ে আনন্দে মাতলেন নুসরত। এই মুহূর্তে মরুভূমির দেশে অবসর যাপন করছেন অভিনেত্রী। তাঁর ইনস্টাগ্রাম চেক-ইন বলছে তিনি এখন রাজস্থানে।
এতদিন পর ঘুরতে গিয়েছেন আর সোশ্যাল মিডিয়ায় তার আঁচ পাওয়া যাবে না? নিয়ম মেনেই ছবি পোস্ট করলেন নুসরত। ওয়েস্টার্ন পোশাকে, খোলা চুলে, চোখে রোদ চশমা পরে সাংসদ-অভিনেত্রী এক্কেবারে ‘ডিভা’।
কিন্তু সবটাই কি একা একা? বছরের প্রথম ট্রিপে নুসরতের সঙ্গী কে? প্রশ্ন অনেক, উত্তর অজানা।
অন্য দিকে, ছুটির মুডে নুসরতের সহকর্মী যশ দাশগুপ্তও। রোড ট্রিপে গিয়েছেন তিনি। মরুভূমির মাঝে দাঁড়িয়ে নানা পোজে তাঁর ছবি হৃদস্পন্দন বাড়িয়েছে মহিলা অনুরাগীদের। কিন্তু ক্যামেরার পিছনের ব্যক্তিটি কে? এই বিষয়ে স্পিকটি নট অভিনেতা। তাঁর সঙ্গী আপাতত অন্তরালে।