প্রায় এক মাস বয়স হতে চলল ঈশান জে দাশগুপ্তর। গত ২৬ অগস্ট পুত্রসন্তানের জন্ম দিয়েছেন নুসরত জাহান। একরত্তির জন্য মাঝে মধ্যেই নুসরতের বাড়িতে আসছে বিভিন্ন উপহার। মঙ্গলবার দুপুরে ছেলের জন্য আসা কিছু উপহারের ভিডিয়ো ইনস্টাগ্রামে দিলেন নুসরত।
ইনস্টাগ্রামে দেখা গেল, একটি ঝাঁপির মধ্যে ভর্তি উপহার। দেখেই বোঝা যাচ্ছে, পরিবারের খুদে সদস্যের জন্যই সেগুলি পাঠানো। নানা ধরনের পোশাক রয়েছে তাতে। শিশুদের খাওয়ানোর সময়ে তাদের গলায় যে পোশাক পরানো হয়, সে রকমও একটি নরম কাপড় দেখা গেল উপহারের সামগ্রীতে। তা ছাড়া ঝাঁপি জুড়ে নানা রঙের বেশ কয়েকটি গেঞ্জি, ছোট্ট পায়ের জন্য মোজা, সাবান, শ্যাম্পু। সঙ্গে কাগজে লেখা, ‘ঈশান’, কোথাও আবার লেখা রয়েছে, ‘ছোট্ট সোনাকে এই পৃথিবীতে স্বাগত’।