মন কি বাত নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণে করলেন নুসরত জাহান।
জিজ্ঞাসা করলেন, হাজার হাজার কৃষক দিল্লির মারাত্মক ঠান্ডা উপেক্ষা করে নিজেদের অধিকারের জন্য লড়ছেন। তাঁদের ‘মনের কথা’ কবে শুনবেন প্রধানমন্ত্রী!
টলিউড অভিনেত্রী নুসরত রাজনীতিতে আসার পর থেকেই বেশ সক্রিয় সমাজমাধ্যমে। বসিরহাটের তৃণমূল সাংসদ সুযোগ পেলেই সামাজিক পাতায় চোখা চোখা প্রশ্ন রাখেন, জবাব দেন রাজনৈতিক নানা ইস্যু নিয়ে। কিছুদিন আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বাংলা সফর নিয়ে মন্তব্য করেছিলেন নুসরত। তাঁর সেই মন্তব্য রীতিমতো ভাইরাল হয়। এ বার খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই আক্রমণ করলেন তিনি।