অতিমারির আগে পর্যন্তও কেউ চিনতেন না তাঁকে। আচমকাই প্রচারের আলোয় চলে এলেন ওরহান অবত্রামণি ওরফে ওরি। তারকাদের ঘনিষ্ঠ। যে কোনও পার্টিতে তাঁর উপস্থিতি অনিবার্য। নীতা অম্বানী হোন বা সুহানা খান অথবা রণবীর সিংহ, সকলের গায়ে হাতে রেখে ছবি তোলাই ওরির নিজস্ব ভঙ্গি। তারকারাও আপত্তি করেন না। বিভিন্ন সময় ওরি দাবি করেছেন, এই ভাবে ছবি তোলার জন্য নাকি মোটা টাকা পান তিনি। এ বার ওরির নতুন দাবি, তাঁর ছোঁয়াতে রয়েছে জাদুস্পর্শ। তিনি ছুঁয়ে দিতেই নাকি অন্তঃসত্ত্বা হলেন এক নারী। ওরির এই দাবি শুনে হাসির রোল নেটপা়ড়ায়। তুলনা টানা হল উর্বশী রৌতেলার সঙ্গে।
আরও পড়ুন:
দিন কয়েক আগে ওরি এক সাক্ষাৎকারে দাবি করেন, এক দম্পতি আট বছর ধরে সন্তানধারণের চেষ্টা করছিলেন। কোনও ভাবেই সফল হচ্ছিলেন না। তবে ওরি তাঁদের ছুঁয়ে দেওয়ার তিন মাসের মাথায় সন্তান ধারণ করেন ওই ভদ্রমহিলা। ওরির কথায়, “লোকে বলে আমার ছোঁয়ায় জাদু আছে। হতে পারে এই ঘটনাটি কাকতালীয়, তবু তাঁরা বিশ্বাস করছেন আমি ছুঁয়ে দিতেই এমনটা সম্ভব হয়েছে।” নেটপ্রভাবীর এমন মন্তব্যে হাসির রোল নেটপাড়ায়। নেটাগরিকের একাংশের দাবি, ওরি নাকি উর্বশী রৌতেলার পর্যায়ে প্রচার চালাচ্ছেন। কারণ উর্বশী সমাজমাধ্যমে ভাইরাল তাঁর নানা মন্তব্যের কারণে। সেই জন্যেই উর্বশীর সঙ্গে ওরির গুণগত মিল খুঁজে পাচ্ছেন অনেক।