২৫২ কোটি টাকার মাদকযোগে নাম জড়িয়েছে ওরি তথা ওরহান অবত্রামণির। ঘটনায় আদালত থেকে সমন করা হয়েছিল নেটপ্রভাবীকে। বুধবার মুম্বই পুলিশের মুখোমুখি হয়েছিলেন তিনি। টানা আট ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। এর মধ্যেই ওরির রহস্যময় পোস্ট নিয়েও চর্চা শুরু হয়েছে।
বুধবার দুপুর ১.৪০ নাগাদ ওরিকে জিজ্ঞাসাবাদ করা শুরু করা হয়। রাত ৯.৩০টার সময় এএনসি অফিস থেকে বেরোতে দেখা যায় তাঁকে।
বুধবারের দীর্ঘ জিজ্ঞাসাবাদের পরে নিজের সমাজমাধ্যমে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন ওরি। ছবিতে দেখা যায়, উজ্জ্বল পোশাক পরে হইহই করে নাচছেন তিনি। গানের তালে শরীর দোলাচ্ছেন এবং তার মধ্যেই নিজের মধ্যমা তুলে দেখাচ্ছেন। এই ছবির সঙ্গে ওরি লিখেছেন, “আমাকে শুধু বাঁচতে দিন।” এই তদন্তপ্রক্রিয়াকে খোঁচা দিতেই ওরির এই পোস্ট, মনে করছেন নেটাগরিক।
আরও পড়ুন:
সম্প্রতি অভিযোগ ওঠে, দাউদ ইব্রাহিম আয়োজিত মাদক পার্টিতে উপস্থিত ছিলেন ওরি। নোরা ফতেহি-সহ বলিউডের আরও কয়েক জন তারকার নামও উঠে আসে। এর পরেই ২৫২ কোটি টাকার মাদক মামলায় নাম জড়ায় ওরির। এমনকি, তিনি নিজেও মাদক সেবন করেন বলে শোনা গিয়েছে। মহম্মদ সেলিম সুহেল শেখ নামে একজনকে জিজ্ঞাসাবাদ করা হয় এই ২৫২ কোটি টাকার মামলায়। সেলিম শেখ পুলিশি জিজ্ঞাসাবাদে জানিয়েছিলেন, তিনি ভারতে ও ভারতের বাইরে বিভিন্ন রেভ পার্টির আয়োজন করেন। এই পার্টিতে বিনোদনজগতের তারকারা উপস্থিত থাকেন। এই তারকাদের মধ্যে ওরির নামও উঠে আসে।