বিপাশা বসুর চেয়ে তিনি নাকি ঢের সুন্দর! দাবি করেছিলেন ম্রুণাল ঠাকুর। পুরনো সেই ভিডিয়ো নিয়ে তোলপাড় সমাজমাধ্যম। কটাক্ষে বিদ্ধ ‘সীতা রামন’ খ্যাত অভিনেত্রী। এ বার ওরি তথা ওরহান অবাত্রামণি মুখ খুললেন এই বিষয়ে।
পুরনো সেই ভিডিয়োয় কী ছিল? দেখা যায়, সহ-অভিনেতার পাশে বসে ম্রুণাল বলছেন, “পেশিবহুল কাউকে বিয়ে করতে হলে, যাও গিয়ে বিপাশাকে বিয়ে করো। শোনো, আমি বিপাশার চেয়ে অনেক ভাল।” ম্রুণালের এই মন্তব্য দেখে হতবাক নেটাগরিকেরা। কী ভাবে এই মন্তব্য করলেন তিনি! প্রশ্ন উঠছে।
ওরি নিজেও সেই পুরনো ভিডিয়ো সমাজমাধ্যমে ভাগ করে নিয়ে খোঁচা দিয়েছেন ম্রুণালকে। ওরি অসংখ্য হাসির ইমোজি দিয়ে প্রশ্ন তুলেছেন, কোন ধরনের নেশা করে এই মহিলা এমন মন্তব্য করেছেন! শুধু ওরিই নন, বিপাশার অনুরাগীরাও তোপ দাগেন ম্রুণালের উপর। একজন লিখেছেন, “আপনার মতো হাজার জন ম্রুণালকে বলে বলে গোল দিতে পারেন বিপাশা। কী ভাবে এই তুলনা করলেন!”
আরও পড়ুন:
এই পুরনো ভিডিয়ো নিয়ে এখনও মুখ খোলেননি ম্রুণাল। প্রতিক্রিয়া জানিয়েছেন বিপাশা। তিনি সমাজমাধ্যমে লিখেছেন, “শক্তিশালী মহিলারা পরস্পরকে উঠে দাঁড়াতে সঙ্গ দেন। আমার সুন্দরী মহিলাদের বলছি, আপনারাও ওই পেশি তৈরি করুন। আমাদের তো শক্তিশালী হতে হবে। পেশি শক্ত হলে স্বাস্থ্যও ভাল থাকে। পুরনো দিনে এই সব ধারণা ছিল, মহিলারা যেন পেশিবহুল না হয়। সে সব বাদ দিয়ে আপনারাও সকলে শক্তিশালী হয়ে উঠুন।”