বরকতগঞ্জ যে কোনও দেশের যে কোনও এলাকা হতে পারে। যেখানকার মন্ত্রী, উকিল, পুলিশ, স্কুল পরিদর্শক, বিচারক থেকে শুরু করে হাসপাতালের সুপার—সবাই দুর্নীতিপরায়ণ। তারা হাতে হাত মিলিয়ে স্বার্থান্বেষণে ব্যস্ত। সেখানে যদি হঠাৎ তদারকিতে এসে পড়ে কোনও সরকারি অফিসার! নাটক অন্য দিকে মোড় নেয়।
বাস্তব জীবনের সঙ্গে মিললেও এটি আদতে নাটকই। নাম ‘বরকতগঞ্জের বকরা’। মূল নাটক নিকোলাই গোগোলের ‘দ্য গভর্নমেন্ট ইন্সপেক্টর’ অবলম্বনে বাংলায় নাটকটি লিখেছেন অভিনেতা পদ্মনাভ দাশগুপ্ত। মূল চরিত্রেও তিনি। নির্দেশনায় সুজয় চট্টোপাধ্যায়।
কমলেশ্বর মুখোপাধ্যায়ের নাট্যদল রাসবিহারী শৈলুশিক-এর প্রযোজনায় আগামী ৪ জুলাই মঞ্চস্থ হতে চলেছে সেই রাজনৈতিক প্রহসন। নাটকটির পোস্টারে বখরার ‘খ’ কেটে ‘ক’ করে দেওয়া হয়েছে। কেন? তার উত্তর মিলবে মঞ্চেই।