চলতি মাসেই বিশ্বকাপ জয় করেছেন স্মৃতি মন্ধানারা। এই মাসের ২৩ তারিখেই দীর্ঘদিনের প্রেমিক পলাশ মুচ্ছলের সঙ্গে সাত পাকে বাঁধা পড়বেন স্মৃতি। ইতিমধ্যেই স্মৃতির বাড়ি পৌঁছে গিয়েছে বরযাত্রী। যদিও বিয়ের আগে হবু স্ত্রীকে বিশেষ কায়দায় আংটি পরালেন পলাশ। ছড়িয়ে পড়ল মিষ্টি মুহূর্তের ভিডিয়ো।
আরও পড়ুন:
একটি স্বল্প দৈর্ঘ্যের ভিডিয়ো পোস্ট করেছেন পলাশ। সেখানে দেখা যাচ্ছে লাল রঙের শরীরচাপা পোশাকে ক্রিকেটতারকা। স্যুট প্যান্ট পরে আছেন পলাশ। যে ডিওয়াই পাটিল স্টেডিয়ামে বিশ্বকাপের ট্রফি হাতে নেন, সেই বাইশ গজেই হাঁটু মুড়ে স্মৃতিকে প্রেমপ্রস্তাব দেন পলাশ। অনামিকায় পরিয়ে দেন আংটি। মনের মানুষের জন্য হিরের আংটিই বেছে নিয়েছেন পলাশ। এর পরেই নিজের সমাজমাধ্যমে টিমের অন্যদের সঙ্গে ভিডিয়ো পোস্ট করে লেখেন, ‘‘ও ‘হ্যাঁ’ বলেছে।’’
স্মৃতি ও পলাশকে বিয়ের আগাম শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একটি চিঠি পাঠিয়েছেন তিনি। সেখানে লেখা, ২৩ নভেম্বর বিয়ের তারিখ। তাঁদের ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানিয়েছেন মোদী। তাঁদের আশীর্বাদও করেছেন। তবে বিয়েতে মোদী উপস্থিত থাকবেন কি না সে কথা চিঠিতে লেখা নেই। বিশ্বকাপে ভারতের মহিলা ক্রিকেটারদের মধ্যে সর্বাধিক রান করেছেন মন্ধানা। এ বার ব্যক্তিগত জীবনেও নতুন ইনিংস শুরু করতে চলেছেন তিনি।