Advertisement
০৯ ডিসেম্বর ২০২৩

‘বেওয়াচ’-এর অফার ফেরালেন পামেলা?

‘বেওয়াচ’-এ কি পামেলা অ্যান্ডারসনের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন প্রিয়ঙ্কা চোপড়া? পেজ থ্রিতে কয়েক দিন ধরেই ঘুরছে এই প্রশ্ন। এমন সম্ভবনার কথা শোনা গিয়েছিল ঠিকই, কিন্তু আপাতত তা নিয়ে কোনও সিদ্ধান্ত নেননি পামেলা।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৭ মার্চ ২০১৬ ১৫:২৮
Share: Save:

‘বেওয়াচ’-এ কি পামেলা অ্যান্ডারসনের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন প্রিয়ঙ্কা চোপড়া? পেজ থ্রিতে কয়েক দিন ধরেই ঘুরছে এই প্রশ্ন। এমন সম্ভবনার কথা শোনা গিয়েছিল ঠিকই, কিন্তু আপাতত তা নিয়ে কোনও সিদ্ধান্ত নেননি পামেলা। সাফ জানিয়েছেন, ‘‘বেওয়াচে কাজ করার জন্য আমাকে অফার করা হয়েছে। তবে এখনও আমি কিছু ঠিক করিনি।’’ এর আগে এই একই নামে একটি সিরিয়ালেও অভিনয় করেছিলেন তিনি।

তবে হলিউডের অনেকে বলছেন, এই ছবিতে বয়স্ক এবং কম গুরুত্বপূর্ণ চরিত্র অফার করায় রাজি হননি পামেলা। তিনি আরও বলেন, ‘‘আমি জানি না, এ ছবিতে অভিনয় করলে হয়তো কোনও বয়স্ক চরিত্রে অভিনয় করতে হবে। হয়তো কোনও কাউন্টারের কোণে দাঁড়িয়ে কাজ করছি— এমন চরিত্রে অভিনয় করতে হবে।’’

২০১৭-র মে মাসে মুক্তি পাবে। কিন্তু পামেলা-প্রিয়ঙ্কাকে এক ছবিতে সম্ভবত দেখতে পারবেন না দর্শকরা।

আরও পড়ুন

‘বেওয়াচ’-এ প্রিয়ঙ্কার বোল্ড লুক ফাঁস

‘বেওয়াচ’-এর সেই লাস্যময়ীরা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE