মুম্বই ছেড়ে অভিনেত্রী কলকাতায় কী করছেন?
খবর, প্রযোজক নিখিল আডবাণীর আগামী সিরিজ 'কহর'-এর (প্রাথমিক নাম) শুটিংয়ে শহরে বলিউড অভিনেত্রী। বিপরীতে পরমব্রত চট্টোপাধ্যায়। শুটিংয়ের সাক্ষী আনন্দবাজার ডট কম।
বাগবাজারের তস্য গলি। সকাল সকাল সেখানে পুলিশ ভ্যান। পুলিশের আনাগোনা। ছাদে ছাদে ভিড়। পড়শিরা কি ভয়ে? খোঁজ নিতেই জানা গেল, রবিবার থেকে শুটিং চলছে তল্লাটে। তাঁরা কল্কির শুট দেখতে আগ্রহী। রবিবার উপস্থিত ছিলেন পরমব্রতও।
গায়ে সাদার উপরে লাল সুতোর কাজের নরম শাল। কল্কি বসে চেয়ারে। যেন পাশের বাড়ির মেয়ে! হঠাৎ, 'অ্যাকশন' শুনেই গায়ের চাদর সরিয়ে ক্যামেরার মুখোমুখি। গলির ভিতর থেকে হেঁটে বেরিয়ে এসেই 'রিয়া' নাম ধরে জোরে ডাকাডাকি। সংলাপ বলে দাঁড়াতেই 'কাট'। অভিনেত্রী ফের ক্যামেরা থেকে দূরে।
খবর, এ ভাবেই রবিবার বাগবাজার এবং কলেজ স্ট্রিটে হয়েছে শুটিং। সোমবারেও শুটিং চলছে।
শুটের ফাঁকে কলেজ স্ট্রিটে ফুটপাথের উপরে বসে থাকতে দেখা গিয়েছে জুটিকে। প্রসঙ্গত, এই প্রথম পর্দায় এক ফ্রেমে আসতে চলেছেন পরম-কল্কি। পরিচালনায় অনন্যা বন্দ্যোপাধ্যায়, গৌরব চাওলা। জানা গিয়েছে, ভৌতিক-রহস্য-রোমাঞ্চ সিরিজে দেখা যাবে জুটিকে। প্রযোজনায় এমি এন্টারটেনমেন্ট।