Advertisement
E-Paper

শীতের কলকাতায় কল্কি কেকলাঁ! কখনও কলেজ স্ট্রিটে, কখনও গঙ্গার ঘাটে, কী করছেন অভিনেত্রী?

কুয়াশা জড়ানো শীতের শহর। উত্তর কলকাতার গায়ে তখনও আলস্য। ঘুম ভেঙে সদ্য আড়মোড়া ভাঙছে দোকানপাট। কল্কি কেকলাঁ গায়ে চাদর জড়িয়ে বাগবাজারে!

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৬ ১৫:১৬
Parambrata Chatterjee and Kalki Koechlin doing shooting at kolkata

কলকাতায় কী করছেন কল্কি? —নিজস্ব চিত্র।

মুম্বই ছেড়ে অভিনেত্রী কলকাতায় কী করছেন?

খবর, প্রযোজক নিখিল আডবাণীর আগামী সিরিজ 'কহর'-এর (প্রাথমিক নাম) শুটিংয়ে শহরে বলিউড অভিনেত্রী। বিপরীতে পরমব্রত চট্টোপাধ্যায়। শুটিংয়ের সাক্ষী আনন্দবাজার ডট কম।

বাগবাজারের তস্য গলি। সকাল সকাল সেখানে পুলিশ ভ্যান। পুলিশের আনাগোনা। ছাদে ছাদে ভিড়। পড়শিরা কি ভয়ে? খোঁজ নিতেই জানা গেল, রবিবার থেকে শুটিং চলছে তল্লাটে। তাঁরা কল্কির শুট দেখতে আগ্রহী। রবিবার উপস্থিত ছিলেন পরমব্রতও।

গায়ে সাদার উপরে লাল সুতোর কাজের নরম শাল। কল্কি বসে চেয়ারে। যেন পাশের বাড়ির মেয়ে! হঠাৎ, 'অ্যাকশন' শুনেই গায়ের চাদর সরিয়ে ক্যামেরার মুখোমুখি। গলির ভিতর থেকে হেঁটে বেরিয়ে এসেই 'রিয়া' নাম ধরে জোরে ডাকাডাকি। সংলাপ বলে দাঁড়াতেই 'কাট'। অভিনেত্রী ফের ক্যামেরা থেকে দূরে।

খবর, এ ভাবেই রবিবার বাগবাজার এবং কলেজ স্ট্রিটে হয়েছে শুটিং। সোমবারেও শুটিং চলছে।

শুটের ফাঁকে কলেজ স্ট্রিটে ফুটপাথের উপরে বসে থাকতে দেখা গিয়েছে জুটিকে। প্রসঙ্গত, এই প্রথম পর্দায় এক ফ্রেমে আসতে চলেছেন পরম-কল্কি। পরিচালনায় অনন্যা বন্দ্যোপাধ্যায়, গৌরব চাওলা। জানা গিয়েছে, ভৌতিক-রহস্য-রোমাঞ্চ সিরিজে দেখা যাবে জুটিকে। প্রযোজনায় এমি এন্টারটেনমেন্ট।

Kalki Koechlin Parambrata Chatterjee Film Shooting Shooting Coverage
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy