Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Parth Samthaan

আলিয়ার বিপরীতে ডেবিউ, বড় পর্দায় বড় ব্রেক পার্থ সমথানের

ক্যাপ্টেন হরভজন সিংহের ঘটনা সোশ্যাল মিডিয়ায় চর্চিত। তাঁকে নিয়েই নাকি এই ছবি।

আলিয়া-পার্থ

আলিয়া-পার্থ

দীক্ষা দত্ত
মুম্বই শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২০ ০০:০১
Share: Save:

আরও এক অভিনেতা ছোট পর্দা ছেড়ে বড় পর্দায় পা রাখছেন। তা-ও কি না, আলিয়া ভট্টের মতো নায়িকার বিপরীতে। বলিউডে জোর খবর, রেসুল পুকুট্টির প্রথম প্রযোজনায় পার্থ সমথান নায়ক হচ্ছেন। সে কারণেই তিনি ‘কসৌটি জ়িন্দেগি কে’র মতো জনপ্রিয় ধারাবাহিক ছাড়ছেন। অক্টোবর মাসের পর কাজ করবেন না বলে ধারাবাহিকের নির্মাতাদের নোটিস দিয়েছিলেন অভিনেতা। ঘটনাচক্রে, রেসুলের এই ছবিতে আলিয়ার সঙ্গে প্রথমে সুশান্ত সিংহ রাজপুতের কাজ করার কথা ছিল।

ক্যাপ্টেন হরভজন সিংহের ঘটনা সোশ্যাল মিডিয়ায় চর্চিত। তাঁকে নিয়েই নাকি এই ছবি। বাবা হরভজন সিংহও বলা হয় তাঁকে। হরভজনের চরিত্রে পার্থকে ভাবা হয়েছে। ভারত-চিন যুদ্ধের ব্যাকড্রপে ছবির গল্প। ক্যাপ্টেন হরভজন সিংহকে নিয়ে একটি শর্ট ফিল্মও হয়েছে আগে ‘প্লাস মাইনাস’ নামে। রেসুলের ছবিটির নাম ‘পিহারবা’। নামেই স্পষ্ট পার্থ-আলিয়ার রোম্যান্সই ছবির ফোকাস।

তবে ছবির পরিচালনা কে করবেন এবং শুটিং কবে শুরু হবে, তা এখনই জানা যাচ্ছে না। কারণ আলিয়ার ‘ব্রহ্মাস্ত্র’ এবং ‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’র শুটিং বাকি। পার্থের ‘কসৌটি জ়িন্দেগি কে’র ছাড়ার কথা প্রকাশিত হওয়ার সময় থেকেই তাঁর বলিউড ডেবিউ নিয়ে চর্চা শুরু হয়ে যায়। তার মধ্যেই জুন মাসে পার্থ করোনায় আক্রান্ত হন। তার আগেই নাকি অভিনেতার ‘পিহারবা’র লুক টেস্ট হয়ে গিয়েছিল। ছোট পর্দা থেকে বড় পর্দায় অনেক অভিনেতাই এসেছেন। কিন্তু শাহরুখ খানের মতো প্রতিপত্তি আর কারও হয়নি। পরবর্তী কালে সুশান্ত সিংহ রাজপুত নিজের আলাদা জায়গা তৈরি করেছিলেন। এখন পার্থের কেরিয়ার কোন দিকে মোড় নেয়, সেটাই দেখার।

অন্যদিকে ‘কসৌটি জ়িন্দেগি কে’ অফ এয়ার হতে পারে এমন খবর শোনা যাচ্ছে। গল্প গুটিয়ে সিরিয়াল শেষ করে ফেলা হবে বলে মনে করা হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Parth Samthaan Alia Bhatt Bollywood Cinema
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE