Advertisement
E-Paper

‘কোল্ডপ্লে’র অনুষ্ঠান দেখে অভিভূত মোদী! সঙ্গীতজগৎ নিয়ে নতুন কী পরিকল্পনা প্রধানমন্ত্রীর?

২৬ জানুয়ারি অহমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ‘কোল্ডপ্লে’র অনুষ্ঠানে অনুরাগীদের ভিড় নতুন নজির গড়েছে। তা দেখে মুগ্ধ স্বয়ং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২৫ ১৫:৪২
PM Narendra Modi praised Coldplay concert and said that huge scope of live music in India

‘কোল্ডপ্লে’র অনুষ্ঠান নিয়ে কী প্রতিক্রিয়া মোদীর? ছবি: সংগৃহীত।

ভারতে অনুষ্ঠান করে গেল ব্রিটিশ রক ব্যান্ড ‘কোল্ডপ্লে’। মুম্বই ও অহমদাবাদ মিলে পাঁচটি অনুষ্ঠান করেছেন তাঁরা। তারকাদের চাক্ষুষ করতে প্রায় এক বছর আগে থেকে অপেক্ষা করেছিলেন অনুরাগীরা। তাই ‘কোল্ডপ্লে’র প্রতিটি অনুষ্ঠানেই দেখা গিয়েছে উপচে পড়া ভিড়। বিশেষ করে ২৬ জানুয়ারি অহমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ‘কোল্ডপ্লে’-র অনুরাগীদের ভিড় নতুন নজির গড়েছে। তা দেখে মুগ্ধ স্বয়ং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।

‘কোল্ডপ্লে’র অনুষ্ঠানের প্রতিক্রিয়া দেখে মোদীর ধারণা, ভারতে লাইভ অনুষ্ঠানের প্রতি মানুষের আগ্রহ ব়ৃদ্ধি হচ্ছে। অনুষ্ঠান নিয়ে এই দেশে চাহিদাও বাড়ছে। তাই এ বার থেকে এই দিকে বিশেষ নজর দেওয়া হবে বলেও জানান তিনি।

ভুবনেশ্বরে ‘মেক ইন ওড়িশা কনক্লেভ ২০২৫’-এ এই প্রসঙ্গে বক্তব্য রাখেন নরেন্দ্র মোদী। তিনি বলেন, “মুম্বই ও অহমদাবাদে ‘কোল্ডপ্লে’র অনুষ্ঠানের অসাধারণ কিছু ছবি আপনারা নিশ্চয়ই দেখেছেন। এ থেকেই স্পষ্ট, ভারতে লাইভ অনুষ্ঠানের পরিধি বিস্তৃত। সারা বিশ্বের বড় তারকাদের এই দেশের প্রতি যথেষ্ট আকর্ষণ রয়েছে।”

লাইভ অনুষ্ঠানের জন্য অর্থনীতিরও উন্নতি হচ্ছে বলে মনে করছেন তিনি। তাই প্রধানমন্ত্রীর কথায়, “বর্তমানে ‘কনসার্ট ইকোনমি’র দুনিয়া ক্রমশ উন্নতি করছে। এই দেশের সংস্কৃতিতে বহু দিন ধরে জড়িয়ে রয়েছে সঙ্গীত ও নৃত্য। তাই ভারতে এই ধরনের অনুষ্ঠান বহু মানুষ উপভোগ করেন। গত দশ বছরে লাইভ অনুষ্ঠানের প্রতি মানুষের আগ্রহ অনেকটাই বেড়েছে।”

এর আগে ২০১৬ সালে মুম্বই শহরে এসে অনুষ্ঠান করে গিয়েছিল ‘কোল্ডপ্লে’। কার্তিক আরিয়ান, সুহানা খান, বিজয় বর্মা-সহ বলিউডের বহু তারকাও এই ব্রিটিশ ব্যান্ডের অনুষ্ঠান দেখতে হাজির ছিলেন।

PM Narendra Modi Coldplay
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy