Advertisement
E-Paper

ত্রিবেণী সঙ্গমে ডুব প্রকাশ রাজের! ‘চরমপন্থীদের কাজই এমন’, বললেন দক্ষিণী অভিনেতা

প্রায়ই পদ্মশিবির-বিরোধী নানা মন্তব্য করে খবরের শিরোনামে উঠে এসেছেন বর্ষীয়ান অভিনেতা। একাধিক বার বিতর্কও তৈরি হয়েছে তাঁকে ঘিরে।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২৫ ১৩:২০
Prakash Raj files a complaint against people who are sharing his false Maha Kumbha photos

মহাকুম্ভে নিজের স্নানের ছবি দেখে চটলেন প্রকাশ রাজ। ছবি: সংগৃহীত।

চর্চায় মহাকুম্ভ। দেশ-বিদেশের মানুষ এসে যোগ দিচ্ছেন। বলিউডের একাধিক তারকাও অমৃত কুম্ভের সন্ধানে ডুব দিয়েছেন ত্রিবেণী সঙ্গমে। সেই সব মুহূর্ত সমাজমাধ্যমে ভাইরাল এখন। একই সঙ্গে ছড়িয়ে পড়ছে নানা পোস্টার ব্যানারের ছবি, যা টাঙানো হয়েছে কুম্ভমেলা প্রাঙ্গনে। এ সব ব্যানার পোস্টারে কিছু বিশেষ রাজনৈতিক স্লোগান রয়েছে স্পষ্ট ভাবে। এরই মধ্যে ছড়িয়েছে অভিনেতা প্রকাশ রাজের ছবিও। ছবিতে দেখা যাচ্ছে জোড়হাতে ত্রিবেণী সঙ্গমে ডুব দিচ্ছেন বর্ষীয়ান অভিনেতা। তবে কি তিনিও গা ভাসালেন প্রবহমানতায়? উঠতে শুরু করেছিল প্রশ্ন। তারই মধ্যে আবার উঠেছে নতুন প্রশ্ন, এই ছবি কি আদৌ সত্যি?

প্রকাশ রাজ নিজেই জানিয়েছেন, এই ছবি নাকি সম্পূর্ণ ভুয়ো। তিনি মহাকুম্ভে যাননি। তা হলে এ সব ছবি ছড়িয়ে পড়ল কী ভাবে? সমাজমাধ্যমে বর্ষীয়ান অভিনেতা লিখেছেন, “ভুয়ো খবর থেকে সাবধান! ‘ফেকু মহারাজ’-এর চরমপন্থীদের কাজই হল ভুয়ো খবর ছড়ানো। পবিত্র উৎসবকেও ছাড়ছে না। সত্যিই লজ্জার বিষয়।”

প্রকাশ রাজ জানিয়েছেন, তাঁকে নিয়ে ভুয়ো তথ্য ছড়ানোর জন্য পুলিশে অভিযোগ দায়ের করেছেন তিনি। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে তৈরি এই ছবি নিজের সমাজমাধ্যমে ভাগ করে নিয়ে প্রকাশ লিখেছেন, “জোকারদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। এর ফলাফল তো ভুগতে হবে।”

প্রায়ই পদ্মশিবির-বিরোধী করে নানা মন্তব্য করে খবরের শিরোনামে উঠে এসেছেন বর্ষীয়ান অভিনেতা। একাধিক বার বিতর্কও তৈরি হয়েছে তাঁর মন্তব্যে। এ বার তাঁর প্রয়াগ স্নানের ছবি ছড়িয়ে পড়ায় অনেকেই অবাক হয়েছিলেন।

উল্লেখ্য, বিনোদন জগতের একাধিক তারকা ইতিমধ্যেই মহাকুম্ভে যোগ দিয়েছেন। অভিনেত্রী মমতা কুলকার্নি মহাকুম্ভে গিয়ে সন্ন্যাস গ্রহণ করেছেন। কিন্নর আখড়ায় তাঁর সন্ন্যাস গ্রহণের ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল। পরিচালক রেমো ডি’সুজ়াও ত্রিবেণী সঙ্গমে গিয়ে ডুব দিয়েছেন। সেই ভিডিয়ো নিজেই তিনি সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন। অনুপম খেরও মহাকুম্ভে গিয়েছেন।

মঙ্গলবার প্রয়াগরাজে পৌঁছন পরিচালক কবীর খানও। মুসলিম ধর্মাবলম্বী হয়ে কবীর এই মহাকুম্ভে পুণ্যস্নান করেছেন। কারণ এই মহাকুম্ভ সম্প্রীতির। ভারতীয় ঐতিহ্যে ধর্মবিভাজনের কোনও স্থান নেই। মনে করেন পরিচালক। এ ছাড়াও ‘কোল্ডপ্লে’ খ্যাত ক্রিস মার্টিনও তাঁর বান্ধবী তথা অভিনেত্রী ডাকোটা জনসনকে নিয়ে ঘুরে গিয়েছেন মহাকুম্ভ থেকে।

Maha Kumbha 2025 Prakash Raj
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy