Advertisement
২৩ মার্চ ২০২৩
PM Narendra Modi on Satish Kaushik Death

সতীশের রহস্যমৃত্যুর জট এখনও খোলেনি, অভিনেতার স্ত্রীকে চিঠি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

স্বামীর মৃত্যু নিয়ে দানা বাঁধছে রহস্য। এর মাঝেই অভিনেতা সতীশ কৌশিকের স্ত্রীকে চিঠি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।

PM Narendra Modi Writes letter to Satish Kaushik wife Shashi Kaushik after actor sudden demise

সতীশের মৃত্যুতে অভিনেতার স্ত্রীকে চিঠি প্রধানমন্ত্রীর। — ফাইল চিত্র।

শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৩ ১৯:২৯
Share: Save:

হোলির দিন সকালে প্রয়াত হয়েছেন বর্ষীয়ান বলিউড অভিনেতা ও পরিচালক সতীশ কৌশিক। হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর, সমাজমাধ্যমের পাতায় জানান তাঁর ঘনিষ্ঠ বন্ধু অভিনেতা অনুপম খের। তবে দিন কয়েকের মধ্যেই সতীশের মৃত্যু ঘিরে নানা রহস্য তৈরি হয়। কখনও উঠে এসেছে টাকা পয়সার লেনদেন, আবার কখনও নারী যোগ, মাদক— বিভিন্ন ধরনের তথ্য জানা যায়। তবে স্বামীর মৃত্যুর নিয়ে এই ধরনের জলঘোলা না করার বার বার অনুরোধ করেছেন তাঁর স্ত্রী শশী কৌশিক। অভিনেতার এই আকস্মিক প্রয়াণে তাঁর স্ত্রীকে চিঠি লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Advertisement

প্রয়াত অভিনেতার স্ত্রী ও তাঁর পরিবারের উদ্দেশে প্রধানমন্ত্রী লেখেন, ‘‘সতীশ কৌশিকের অকালমৃত্যুর কথা শুনে দুঃখ পেয়েছি। এই কঠিন সময়ে, আমি আপনাকে এবং আপনার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। প্রয়াত সতীশ কৌশিক এক জন বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। তিনি তার প্রতিভা দিয়ে ভারতীয় চলচ্চিত্রে অপরিসীম অবদান রেখেছেন। এক জন মহান লেখক, অভিনেতা, পরিচালক এবং প্রযোজক হিসাবে কাজ করেছেন সকলকে মুগ্ধও কেরছেন। তাঁর কাজ জন্য একটি শক্তিশালী ভিত্তি স্থাপন করে গিয়েছেন। তাঁর চলে যাওয়ার ক্ষতি ভাষায় প্রকাশ করা যায় না।’’

প্রধানমন্ত্রীয় বার্তা পেয়ে অভিনেতার স্ত্রী শশী কৌশিক পাল্টা লেখেন, ‘‘শোকের মাঝে আপনার এই চিঠি মলমের মতো কাজ করেছে। দেশের প্রধানমন্ত্রী যখন প্রিয় জনের প্রয়াণে সমবেদনা জানান, তখন সেই দুঃখকে মোকাবেলা করার আলাদা শক্তি আসে। আমার পক্ষ থেকে, আমাদের কন্যা বংশিকা, আমাদের পুরো পরিবার এবং সতীশের সব ভক্তর পক্ষ থেকে আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.