বলিউডের একদা সফল অভিনেত্রী। পরিচালক মহেশ ভট্টের কন্যা পূজা ভট্ট এক সময়ে ডুবে গিয়েছিলেন মদের নেশায়। দীর্ঘ দিন সেই আসক্তি ঘিরে রেখেছিল তাঁকে। কিন্তু পূজা হার মানতে নারাজ। নিজেই লড়াই করেছেন আসক্তির সঙ্গে। জিতেওছেন। বৃহস্পতিবার সেই জয়েরই পাঁচ বছর। অনুরাগীদের সঙ্গে নিজেদের অনুভূতি ভাগ করে নিলেন ‘সড়ক’-এর নায়িকা।
একটি মোমবাতির ছবি দিয়েছেন পূজা। মোমের নরম আলো সযত্নে লেন্সবন্দি করেছেন। সঙ্গে লিখেছেন, ‘নিজেকে জন্মদিনের শুভেচ্ছা। পাঁচ বছর ধরে নেশামুক্ত। কৃতজ্ঞতা, নম্রতা এবং স্বাধীনতা নিয়ে বাঁচছি।’
Happy Birthday to me! Five years sober today. Gratitude. Humility. Liberty.
— Pooja Bhatt (@PoojaB1972) December 23, 2021pic.twitter.com/MVYOEShGdK
পূজার জন্মদিন আদতে ২৬ ফেব্রুয়ারি। কিন্তু পাঁচ বছর আগে পুরোপুরি ভাবে নেশামুক্ত হওয়ার দিনটিকে নিজের দ্বিতীয় জন্ম বলে অভিহিত করেছেন তিনি।
দীর্ঘ দিন পর্দা থেকে দূরে থাকার পরে গত বছর বাবা মহেশ ভট্টের পরিচালনায় ‘সড়ক ২’ ছবিতে অভিনয় করেন পূজা। এর পর নেটফ্লিক্সের ‘বম্বে বেগমস’ সিরিজেও অভিনয় করেন তিনি। আপাতত নেশার ফাঁদ কেটে বেরিয়ে এসে কাজ নিয়েই দিন কাটছে মহেশ-কন্যার।