Advertisement
০৩ ডিসেম্বর ২০২৩
Hollywood Controversy

তিন বছরে দু’বার একই অভিযোগ! ৬০ কোটি টাকার কর ফাঁকি দিয়ে কোথায় গেলেন শাকিরা!

ব্যক্তিগত জীবনের ঝড়ঝাপটা কিছুটা সামলে উঠতে না উঠতেই ফের আইনি জটে পপ তারকা শাকিরা। আবার কর ফাঁকির অভিযোগ স্প্যানিশ তারকার বিরুদ্ধে।

Shakira.

পপ তারকা শাকিরা। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
বার্সেলোনা শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৩ ১৯:২৪
Share: Save:

গত প্রায় এক বছর ধরে ব্যক্তিগত জীবনে একের পর এক ঝড়ের মুখোমুখি হয়েছেন শাকিরা। এক দশকেরও বেশি সময়ের সম্পর্কে চিড় ধরেছে গত বছর। ২০২২ সালের মাঝামাঝি নাগাদ ফুটবল তারকা জেরার্ড পিকের সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করেন স্প্যানিশ পপ তারকা। ফুটবল তারকার পরকীয়ার কারণেই ভাঙন ধরে তাঁদের সম্পর্কে। প্রেমিকা থাকতেও অন্য নারীর প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিলেন পিকে। সেই পরকীয়ার খবর প্রকাশ্যে চলে আসার পরেই বিপত্তির সূত্রপাত। খবর চাউর হওয়ার পরে সমাজমাধ্যমে বিচ্ছেদ ঘোষণা করেন খ্যাতনামী যুগল। পিকের সঙ্গে বিচ্ছেদের পর দীর্ঘ দিন ধরে অবসাদেও ভুগেছেন শাকিরা। গত কয়েক মাসে সেই ঝড় খানিকটা সামলেছিলেন বটে, তবে এর মধ্যেই ফের নতুন সমস্যার মুখোমুখি পপ তারকা। এ বার কর ফাঁকি দেওয়ার অভিযোগে আইনি জটে পড়লেন শাকিরা।

খবর, এক কোটি-দু’কোটি নয়, প্রায় ৬০ কোটি টাকার কর ফাঁকি দিয়েছেন শাকিরা। পপ তারকার বিরুদ্ধে স্প্যানিশ কর্তৃপক্ষের অভিযোগ, ২০১৮ সালে নাকি এই অঙ্কের টাকা কর হিসাবে দেওয়ার কথা ছিল পপ তারকার। পাঁচ বছর ধরে কর মেটাননি তিনি। শুধু তা-ই নয়, ভুয়ো এক সংস্থার নাম ব্যবহার করে নাকি কর ফাঁকি দেওয়ার ছক কষেছিলেন। খবর, বার্সেলোনার স্প্যানিশ কর্তৃপক্ষের তরফে মায়ামিতে শাকিরার আইনি সহকারীদের জানানো হয়েছে তাঁর বিরুদ্ধে ওঠা এই অভিযোগ সম্পর্কে।

বছর তিনেক আগে নভেম্বর মাস নাগাদ একই ধরনের কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছিল শাকিরার বিরুদ্ধে। সেই সময় তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, ২০১২ থেকে ২০১৪ সালের মধ্যে নাকি প্রায় ১২৮ কোটি টাকার কর ফাঁকি দিয়েছেন পপ তারকা। সেই আইনি জটিলতা গড়িয়েছিল আদালত পর্যন্ত। স্প্যানিশ আইন অনুযায়ী, বছরের ৩৬৫ দিনের মধ্যে ১৮৩ দিন স্পেনে কাটালে বসবাসকারীদের কর দিতে হয়। কর ফাঁকি দেওয়ার অভিযোগ ওঠার পরে শাকিরা দাবি করেন, তিনি সেই সময় পিকের সঙ্গে সম্পর্কে থাকলেও তত দিন স্পেনে থাকেননি। শুধু তাই-ই নয়, ওই দু’বছরে আমেরিকায় বিপুল অঙ্কের কর দিয়েছিলেন বলেও জানান শাকিরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE