ধুমধাম করে বিয়ে করেছিলেন তাঁরা। দু’জনেই টলিপাড়ার পরিচিত মুখ। ধারাবাহিক, ওয়েব সিরিজ় থেকে বড়পর্দা— সর্বত্র তাঁদের দু’জনকেই দেখেছে দর্শক। শোনা যাচ্ছে, সেই দাম্পত্যে এ বার চিড়। রীতিমতো ধুন্ধুমার কাণ্ড। বন্ধ দরজার আড়ালে তাঁদের অশান্তি। কিন্তু নেপথ্যে রয়েছে কী কারণ?
টলিপাড়ায় কখন কী ঘটে বোঝা খুবই কঠিন। বন্ধুত্ব, প্রেম, বিয়ে, বিচ্ছেদ— কখন যে মোড় ঘুরে যায় তা বোঝা খুবই কঠিন ব্যাপার। আবার অনেক সময় নায়ক-নায়িকাদের ব্যক্তিগত জীবন নিয়ে এমন কিছু রটে যায়, যা আদপে সত্যি নয়। যদিও টলিপাড়ার অন্দরের ফিসফাস, এই ঘটনা সত্যি। স্টুডিয়োপাড়ায় হামেশাই বিবাহবহির্ভূত সম্পর্কের চর্চা শোনা যায়। এ ক্ষেত্রেও নাকি তেমনই ঘটেছে।
শোনা যাচ্ছে, গাড়ির চালকের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় নায়িকাকে দেখে ফেলেছিলেন নায়ক। সেখান থেকেই যত সমস্যার সূত্রপাত। ইন্ডাস্ট্রির অন্দরের ফিসফাস, গাড়ির চালকের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন নায়িকা। তা জানাজানি হওয়ার পরেই প্রায় বিচ্ছেদের পথে গড়িয়েছে তাঁদের বিয়ে। তা হলে এই সম্পর্কের ভবিষ্যৎও কি বিচ্ছেদ? উঠছে প্রশ্ন।