Advertisement
E-Paper

রিখ্‌টার স্কেলে মাত্রা ৭.৬, জাপানে ভূমিকম্পে আটকে পড়েছেন প্রভাস, কেমন আছেন দক্ষিণী অভিনেতা?

১২ ডিসেম্বর জাপানে মুক্তি পাচ্ছে ‘বাহুবলী: দ্য এপিক’। ছবির প্রচার করতে গিয়ে সে দেশে আটকে পড়েছেন প্রভাস।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৫ ২০:৩৮
Prabhas Promoting baahubali the epic in Japan When massive Earthquake hit the country

জাপানের ভূমিকম্পে আটকে পড়েছেন প্রভাস। ছবি: সংগৃহীত।

সোমবার গভীর রাতে জোরালো ভূমিকম্পে কেঁপে ওঠে জাপান। সে দেশের উত্তর-পূর্বাংশ প্রদেশ (যা সে দেশে প্রিফেকচার নামে পরিচিত) আইওয়েটের বিস্তীর্ণ এলাকায় কম্পন অনুভূত হয়। রিখ্‌টার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৬। স্থানীয় সময় অনুযায়ী, সোমবার রাত সওয়া ১১টা নাগাদ আইওয়েট প্রদেশ বরাবর প্রশান্ত মহাসাগর উপকূলে কম্পনটি হয়। আগামী ১২ ডিসেম্বর জাপানে মুক্তি পাচ্ছে ‘বাহুবলী: দ্য এপিক’। ছবির প্রচার করতে গিয়ে জাপানে আটক প্রভাস।

সোমবার রাতে ভূমিকম্পের জেরে অন্তত ২৩ জন আহত হয়েছেন বলে খবর। বেশির ভাগ ক্ষেত্রে কম্পনের ফলে ভারী বস্তু চাপা পড়ে জখম হন তাঁরা। হাচিনোহেতে একটি হোটেলে বেশ কয়েক জন জখম হয়েছেন। তোহোকুতে একজন গাড়িসমেত একটি গর্তে পড়ে যাওয়ার কারণে জখম হয়েছেন বলে জানা গিয়েছে। এর মাঝেই অভিনেতার জাপান ভ্রমণ। ভূমিকম্পের খবর ছড়িয়ে পড়তেই অনুরাগীদের তরফ থেকে উৎকণ্ঠা। যদিও সমাজমাধ্যমে একটি পোস্ট ভাইরাল হয়েছে, সেখানেই পরিচালক মারুতি জানিয়েছেন, “ডার্লিংয়ের সঙ্গে কথা হল। ও সম্পূর্ণ নিরাপদে রয়েছে। আর সবথেকে বড় কথা প্রভাস এখন টোকিয়োয় নেই।”

এক্স হ্যান্ডেলেও দক্ষিণী তারকা নিজের অনুরাগীদের আশ্বস্ত করেছেন প্রভাসের আসন্ন ছবি ‘রাজা সাহেব’ পরিচালক। সোমবারের ভয়াবহতার পর আপাতত শান্ত জাপান।

Prabhash Bahubali japan Earthquake Film Promotion Film Release
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy