Advertisement
০২ জুন ২০২৪

প্রত্যুষাকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে আটক বয়ফ্রেন্ড

প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়কে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে তাঁর বয়ফ্রেন্ড রাহুল রাজ সিংহকে আটক করল মুম্বই পুলিশ। প্রত্যুষার মা বাঙ্গুরনগর থানায় রাহুলের বিরুদ্ধে আইপিসি ৩০৬, ৫০৬ ধারায় এফআইআর দায়ের করেছেন।

নিজস্ব সংবাদদাতা
মুম্বই শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০১৬ ১৭:৫০
Share: Save:

প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়কে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে তাঁর বয়ফ্রেন্ড রাহুল রাজ সিংহকে আটক করল মুম্বই পুলিশ। প্রত্যুষার মা বাঙ্গুরনগর থানায় রাহুলের বিরুদ্ধে আইপিসি ৩০৬, ৫০৬ ধারায় এফআইআর দায়ের করেছেন।

গত সোমবার পুলিশি জিজ্ঞাসাবাদের সময় রাহুল অসুস্থ হয়ে পড়েন। বুকে ব্যথা এবং রক্তচাপের সমস্যা নিয়ে মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালেন আইসিইউতে ভর্তি ছিলেন তিনি। আজ মঙ্গলবার তাঁকে জেনারেল বেডে দেওয়া হয়েছে। রাহুলের আইনজীবী নীরজ গুপ্তা জানিয়েছেন, এখনও রাহুল ট্রমার মধ্যে রয়েছে। প্রত্যুষার আকস্মিক মৃত্যুর শোক কাটিয়ে উঠতে পারেননি। কিন্তু এর মধ্যেই এই গুরুতর অভিযোগে তাঁকে আটক করল পুলিশ।

আরও পড়ুন, প্রত্যুষার ওপর অত্যাচার করতেন রাহুলের প্রাক্তন বান্ধবী!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE