Advertisement
E-Paper

আমেরিকান বিকিনি পরে পোজ দিলেন প্রীতি!

৪ জুলাই আমেরিকার স্বাধীনতা দিবস। ওই দিনই বিকিনি পরে পোজ দিলেন প্রীতি জিন্টা।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ জুলাই ২০১৮ ১৬:০৩
বিকিনি পরে পোজ দিলেন প্রীতি জিন্টা! ভাইরাল হল ছবি।

বিকিনি পরে পোজ দিলেন প্রীতি জিন্টা! ভাইরাল হল ছবি।

বিকিনি পরলেন প্রীতি জিন্টা। তাও আবার তাঁর স্বামী জেনে গুডএনাফের দেওয়া। দিন কয়েক আগে ইনস্টাগ্রামে বেশ ফলাও করে সেই ছবি পোস্টও করেছেন নায়িকা। এই মুহূর্তে যে ছবিতে লাইকের সংখ্যা এক লক্ষ ছাড়িয়েছে।

৪ জুলাই আমেরিকার স্বাধীনতা দিবস। ওই দিনই এই বিশেষ পোশাক পরতে দেখা গিয়েছে প্রীতিকে। ডিম্পল-সুন্দরীকে ওই পোশাকে লাগছে বেশ লাস্যময়ী। তাঁর ঝলমলে হাসি তাতে আবার নতুন মাত্রাও যোগ করেছে।

নেস ওয়াদিয়ার সঙ্গে বিচ্ছেদের পর জেনে গুডএনাফের সঙ্গে সম্পর্কে জড়ান প্রীতি। পেশায় ফিনান্সিয়াল অ্যানালিস্ট জেনে বর্তমানে লস অ্যাঞ্জেলসের ‘এন-লাইন এনার্জি’তে কর্মরত। পরিবারের সঙ্গে জেনে সেখানেই থাকেন। ২০১৬ সালে জেনের সঙ্গে গাঁটছড়া বাঁধার পর প্রীতিও এখন আমেরিকাবাসিনী।

Happy 4th of July 🇺🇸 to everyone who celebrates it today. I love my new home away from home😘 Husband got me a new American bikini & I thought it’s appropriate to wear it today🤪 #Ting #🇺🇸 #Gene #🇺🇸independenceday #chill #la #sunshine #fireworks #suzie #fun #beach

A post shared by Preity G Zinta (@realpz) on

আমেরিকার স্বাধীনতা দিবসে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে ক্যাপশনে প্রীতি লিখেছেন, “সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। বাড়ি থেকে অনেক দূরে এই নতুন বাড়ি আমার খুবই পছন্দের। আমার স্বামী আমাকে একটি আমেরিকান বিকিনি কিনে দিয়েছেন। আমার মনে হল আজকের জন্য এই পোশাক উপযুক্ত।”

আরও পড়ুন:

মধ্যরাতে আলিয়ার বাড়িতে রণবীর!

প্রিয়ঙ্কা চোপড়া ও নিক জোনাসের এক্সদের তালিকা দেখলে চোখ কপালে উঠবে

এত দূর পড়ে যদি কোনও সংশয় থাকে, তা হলে বলে দেওয়া ভাল প্রীতি আদতে বিকিনি পরেননি। পরেছেন বিকিনির ছবি দেওয়া হাঁটু ঝুলের একটি পোশাক। আমেরিকার পতাকার রঙে সেই পোশাকেরই উপর আঁকা রয়েছে একটি বিকিনি। একে মজা করে আমেরিকান বিকিনি বলা হয়।

Preity Zinta Gene Goodenough American Bikini Instagram Bollywood Celebrity
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy