স্বপ্ন কী ভাবে বাস্তবে পরিণত করতে হয়, বার বার প্রমাণ করেছেন প্রিয়ঙ্কা চোপড়া। মডেলিং থেকে সফর শুরু করেছিলেন। বিশ্বসুন্দরী খেতাব জেতার পরে বলিউডে পা রাখেন। তার পরে আর পিছন ফিরে তাকাতে হয়নি অভিনেত্রীকে। বলিউড থেকে হলিউডেও নিজের পরিচিতি তৈরি করেছেন। শুধু অভিনয় নয়, গানের জগতেও খ্যাতি অর্জন করেছেন। এ বার নাকি ফের হলিউড থেকে দেশে ফিরছেন দেশি গার্ল। তবে এ বার গন্তব্য বলিউড নয়। দক্ষিণী ছবিতে দেখা যাবে তাঁকে। সেই ছবির জন্য বড় অঙ্কের পারিশ্রমিক হাঁকিয়েছেন প্রিয়ঙ্কা।
এসএস রাজামৌলী পরিচালিত একটি ছবিতে ফিরতে চলেছেন প্রিয়ঙ্কা। ছবির নাম আপাতত ‘এসএসএমবি২৯’ রাখা হয়েছে। বিরাট অঙ্কের বাজেটে এই ছবি তৈরি হতে চলেছে। তাই নিজেরও তেমন পারিশ্রমিকই দাবি করেছেন অভিনেত্রী। এই নিয়ে নাকি ছবির নির্মাতাদের সঙ্গে দীর্ঘ আলোচনাও হয়েছে। শোনা যাচ্ছে, এই ছবির জন্য প্রিয়ঙ্কা ৩০ কোটি টাকা পারিশ্রমিক পাবেন। তবে নাকি এর থেকে আরও বেশি পারিশ্রমিক চেয়েছিলেন দেশি গার্ল। প্রথমে পারিশ্রমিক কমাতে রাজি ছিলেন না প্রিয়ঙ্কা। পরে নির্মাতারা তাঁর সঙ্গে আলোচনা করে ৩০ কোটিতে অভিনেত্রীকে রাজি করিয়েছেন।
এই পারিশ্রমিকের জন্যই ভারতের ‘হাইয়েস্ট পেড’ অভিনেত্রী হতে চলেছেন প্রিয়ঙ্কা। পারিশ্রমিক নিয়ে আলোচনা চলছিল বলেই ছবির ঘোষণার ব্যাপারে সময় নিয়েছেন নির্মাতারা, এ কথা সংবাদমাধ্যমকে জানিয়েছেন এক সূত্র। ছবির কাজ খুব শীঘ্রই শুরু হবে।
এখনও পর্যন্ত প্রিয়ঙ্কার শেষ কাজ ওয়েব সিরিজ় ‘সিটাডেল’। শেষ হলিউডের ছবি ‘লভ আগেন’। তার আগে ‘হোয়াইট টাইগার’ ছবিতে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে।