গৌরী খান ছাড়া শাহরুখ খানের নাম জড়িয়েছে কেবল প্রিয়ঙ্কা চোপ়ড়ার সঙ্গেই। বলিউডে তাঁদের নিয়ে একটা সময় গুঞ্জন ছিল তুঙ্গে। তবে পরে শাহরুখকেই সপাটে জবাব দিয়েছিলেন প্রিয়ঙ্কা। হলিউড যাওয়া প্রসঙ্গ নিয়ে শাহরুখকে খোঁচা দিয়েছিলেন অভিনেত্রী।
শোনা যায়, শাহরুখের সঙ্গে ঘনিষ্ঠতা শেষ হওয়ার পরেই হলিউড যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন প্রিয়ঙ্কা। সেখানে গিয়ে নিজের শক্ত ভিত তৈরি করেছেন পিগি চপস। কিন্তু বিপুল খ্যাতি পাওয়ার পরেও শাহরুখ থেকে গিয়েছেন বলিউডের মাটিতেই। কেন হলিউডে যাননি? উত্তরে শাহরুখ এক সাক্ষাৎকারে বলেছিলেন, “কেন হলিউডে যাব! আমি তো এখানেই যথেষ্ট স্বচ্ছন্দ বোধ করি।”
এই বিষয়ে প্রশ্ন রাখা হয়েছিল প্রিয়ঙ্কার কাছে। সাক্ষাৎকারে সাংবাদিক বলেছিলেন, “শাহরুখ এমন ভাবেন (হলিউড যাওয়া প্রসঙ্গে)। আপনি কেন হলিউডে গেলেন?” প্রশ্নের উত্তরে প্রিয়ঙ্কা বলেছিলেন, “কোনও এক জায়গায় স্বচ্ছন্দ থাকা আমার একঘেয়ে লাগে। আমি উদ্ধত নই। আমি নিজের বিষয়ে ওয়াকিবহাল। আমি কী করছি, তা সঙ্গত কি না, তা লোকজনের থেকে জানার দরকার নেই। আমি অডিশন দিতে রাজি। আমি যে কোনও কাজ করতেও রাজি। নিজের দেশে সাফল্য পেয়েছি বলে অন্য দেশে গিয়ে অডিশন দেব না, এমন ভাবনা আমার নেই।”
আরও পড়ুন:
অভিনেত্রী আরও বলেন, “আমি খুবই পেশাদার অভিনেত্রী। পেশাদার হিসাবেই মানুষ আমাকে চেনেন। সেটা নিয়ে আমি গর্ববোধ করি। আমার বাবা সেনাবাহিনীতে ছিলেন। নিয়মানুবর্তিতার মূল্য তিনিই আমাকে শিখিয়েছেন।”
‘ডন ২’ ছবিতে অভিনয় করার সময় নাকি শাহরুখ ও প্রিয়ঙ্কা সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। তবে নিজেদের সম্পর্ক নিয়ে কখনওই মুখ খোলেননি তাঁরা।