Advertisement
১১ মে ২০২৪
Bizarre

কী ভাবে স্বস্থানে ছিল পোশাক? রহস্য ফাঁস করলেন প্রিয়ঙ্কা

পুরস্কার মঞ্চে পোশাক বিভ্রাট এড়াতে কী করেছিলেন তাঁর ডিজাইনাররা, সে কথা আমেরিকার একটি ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে নিজেই জানিয়েছেন প্রিয়ঙ্কা।

এই পোশাকেই গ্রামি অনুষ্ঠানে ঝড় তুলেছিলেন প্রিয়ঙ্কা। ছবি ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।

এই পোশাকেই গ্রামি অনুষ্ঠানে ঝড় তুলেছিলেন প্রিয়ঙ্কা। ছবি ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।

সংবাদ সংস্থা
নিউইয়র্ক শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২০ ১৫:২৯
Share: Save:

গ্র্যামি ২০২০-র মঞ্চে প্রিয়ঙ্কার পোশাক নিয়ে চর্চা হয়েছে বিস্তর। সেই ডিপ ভি-নেক লংগাউন স্বস্থান থেকে সরে গিয়ে যাতে কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সে ব্যাপারে যথেষ্ট নজর ছিল বলে সম্প্রতি জানিয়েছেন বলিউডের ‘দেশি গার্ল’। পুরস্কার মঞ্চে পোশাক বিভ্রাট এড়াতে কী করেছিলেন তাঁর ডিজাইনাররা, সে কথা আমেরিকার একটি ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে নিজেই জানিয়েছেন প্রিয়ঙ্কা।

গ্র্যামির জন্য প্রিয়ঙ্কার বিশেষ ডিপ ভি-নেক লংগাউন তৈরি করেছিলেন তামারা র‌্যাল্ফ ও মাইকেল রুশো। পোশাক তৈরির সময়ই এই বিষয়টি তাঁরা মাথায় রেখেছিলেন বলে জানিয়েছেন তিনি। কিন্তু কী করেছিলেন রুশো ও র‌্যাল্ফ?

সেই রহস্য ফাঁস করে প্রিয়ঙ্কা বলেছেন, ‘‘সবাই হয়তো ভাবছিল এই পোশাক সামলানো ‌কঠিন। কিন্তু আমার ত্বকের রঙের জন্য সঙ্গে সাজুয্য রাখা ‘তুল’ দিয়ে বেঁধে রাখা ছিল সেই পোশাক। নেটের মতো থাকায় আপনারা দেখতে পারেননি। ক্যামেরাতেও ধরা পরেনি সেটি।’’ ‘তুল’ হল এক ধরনের জরির মতো সূক্ষ পাতলা কাপড়। সেই সূক্ষ কাপড় প্রিয়ঙ্কার গায়ের রঙের সঙ্গে মিলে যাওয়াতেই আলাদা করে তা আর চোখে পড়েনি। দেখুন প্রিয়ঙ্কার পোশাকের কিছু ছবি—

This guy. #Grammys2020

A post shared by Priyanka Chopra Jonas (@priyankachopra) on

আরও পড়ুন: নেতাজি গুমনামী হতে পারেন না, বললেন কবীর খান

আরও পড়ুন: ফিটনেস সচেতন এই বলিউড অভিনেত্রী কে বলুন তো?

Pre-Grammys

A post shared by Priyanka Chopra Jonas (@priyankachopra) on

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Priyanka Chopra Grammy Award Viral Bizarre
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE