Advertisement
E-Paper

‘২০২৬-এর প্রথম পদক্ষেপ’, নতুন বছরে বেশ কিছু প্রতিজ্ঞা করলেন! কী কী জানালেন প্রিয়ঙ্কা চোপড়া?

মঙ্গলবার একটি ভিডিয়ো ভাগ করে নেন প্রিয়ঙ্কা। তাতে অভিনেত্রীকে আকাশি রঙের বিকিনিতে দেখা গিয়েছে। সমুদ্রতটে হাঁটতে হাঁটতে প্রিয়ঙ্কা জানান, এ বার থেকে ক্যামেরার সামনে এসে আরও বেশি করে কথা বলবেন তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২৬ ১৯:০৬
Priyanka Chopra said that she is grateful to her and shows her first footstep of 2006

নতুন বছর নিয়ে কী কী ভাবনা প্রিয়ঙ্কার? ছবি: সংগৃহীত।

নিজের পিঠ নিজেই চাপড়ালেন প্রিয়ঙ্কা চোপড়া। দীর্ঘ সফরে নিজের ওঠাপড়া, সমস্তটা নিয়েই তিনি সন্তুষ্ট। তাই ২০২৬-এ এসে নিজের প্রতি কৃতজ্ঞতা জানানোই তাঁর কাছে বড় কাজ। পাশাপাশি, নতুন বছর নিয়ে কী ভাবছেন, তা-ও জানালেন ‘দেশি গার্ল’।

মঙ্গলবার একটি ভিডিয়ো ভাগ করে নেন প্রিয়ঙ্কা। সেখানে অভিনেত্রীকে আকাশি রঙের বিকিনিতে দেখা গিয়েছে। সমুদ্রতটে হাঁটতে হাঁটতে সেই ভিডিয়োয় প্রিয়ঙ্কা জানান, এ বার থেকে ক্যামেরার সামনে এসে আরও বেশি করে কথা বলবেন তিনি। অভিনেত্রীর কথায়, “আমি নিজেকে বলেছিলাম, এই কাজটা আমি আরও ভাল করে করব।” বালুকাবেলায় নিজের পায়ের ছাপ দেখিয়ে বলেন, “ওই দেখুন, ২০২৬-এ আমার প্রথম কয়েকটি পদক্ষেপ। এটাকেই ভবিষ্যৎ বলে মনে হচ্ছে।”

এর পরেই নিজের পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রিয়ঙ্কা। তিনি বলেন, “আমি সত্যি ফিরে দেখছিলাম। আমার পরিবার, আমার সুন্দর সুন্দর কিছু পদক্ষেপ— সব কিছুর দিকে ফিরে তাকালাম। আমি কৃতজ্ঞ। আমি সত্যিই সৌভাগ্যবতী। এত দ্রুত এতটা পথ দৌড়োনো এবং টিকে থাকার পরে আমরা নিজেদের পিঠ চাপড়াতে ভুলে যাই। তাই আমি আজ নিজের পিঠ নিজেই চাপড়াচ্ছি। এত সুন্দর একটা জীবন গ়়ড়ে তোলার জন্য আমি নিজের প্রতি বিনয়ী হতে চাই।”

গোধূলিবেলায় এই ভিডিয়ো রেকর্ড করছিলেন প্রিয়ঙ্কা। ক্যামেরা প্যান করে সূর্যাস্ত দেখিয়ে অভিনেত্রী বলেন, “ওপারে সব সময়ে আলো থাকে। শুধু লেগে থাকতে হবে এবং এগিয়ে যেতে হবে। তবে এখন আমি আমার বাড়ির দিকে পিছিয়ে যাচ্ছি।”

Priyanka Chopra Nick Jonas
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy