Advertisement
১৫ অক্টোবর ২০২৪

ফিরছে কোয়ান্টিকো, টিজারে চমক প্রিয়ঙ্কার

চমকের পর চমক। প্রিয়ঙ্কা চোপড়ার ব্যাপারে এখন যেন শুধু এই কথাটাই বলা যায়। অস্কার রেড কার্পেটে স্টানিং অ্যাপিয়ারেন্সের পর এ বার কোয়ান্টিকো টিজারে চমকে দিলেন প্রিয়ঙ্কা। আগামী ৬ মার্চ শুরু হচ্ছে কোয়ান্টিকোর দ্বিতীয় এডিশন।

শেষ আপডেট: ০২ মার্চ ২০১৬ ১১:২১
Share: Save:

চমকের পর চমক। প্রিয়ঙ্কা চোপড়ার ব্যাপারে এখন যেন শুধু এই কথাটাই বলা যায়। অস্কার রেড কার্পেটে স্টানিং অ্যাপিয়ারেন্সের পর এ বার কোয়ান্টিকো টিজারে চমকে দিলেন প্রিয়ঙ্কা। আগামী ৬ মার্চ শুরু হচ্ছে কোয়ান্টিকোর দ্বিতীয় এডিশন। তার আগে মুক্তি পেল কোয়ান্টিকো টিজার।

গত বছর এবিসি-র টেলিভিশন সিরিজ কোয়ান্টিকো দিয়ে হলিউডে পা রাখেন প্রিয়ঙ্কা। কোয়ান্টিকো সিরিজে ৮৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে প্রেজেন্টর হিসেবেও দেখা যায় তাঁকে। এ বার বেওয়াচ ছবি দিয়ে হলিউডের বড়পর্দায় পা রাখতে চলেছেন তিনি। এই ছবিতে ভিলেন ভিক্টোরিয়া লিডসের ভূমিকায় দেখা যাবে তাঁকে। মনে হচ্ছে বলিউডের মতোই হলিউডেও যে প্রিয়ঙ্কা লম্বা রেসের ঘোড়া তা বোঝাই যাচ্ছে।

দেখে নিন কোয়ান্টিকো টিজার

আরও পড়ুন: অস্কার জ্বরে লেডি গাগাকে হেলায় হারালেন প্রিয়ঙ্কা

অন্য বিষয়গুলি:

Priyanka Chopra Quantco ABC Hollywood Baywatch
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE