Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Priyanka Mitra

Ekka Dokka: ফের সোনামণির ‘চরম শত্রু’ প্রিয়ঙ্কা! ‘এক্কা দোক্কা’য় ফের ‘মোহর’-এর ছায়া?

ফের পর্দায় শত্রু সোনামণি-প্রিয়ঙ্কা! কিছু দিন আগে এই শত্রুতা ধারাবাহিক ‘মোহর’-এ দেখেছেন দর্শক। ‘এক্কা দোক্কা’ তার থেকে কতটা আলাদা?

মোহর-এর মতোই এই ধারাবাহিকেও সোনামণি সাহার প্রতিদ্বন্দ্বী প্রিয়ঙ্কা মিত্র।

মোহর-এর মতোই এই ধারাবাহিকেও সোনামণি সাহার প্রতিদ্বন্দ্বী প্রিয়ঙ্কা মিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২১ জুলাই ২০২২ ১৭:৪২
Share: Save:

ফের ‘মোহর’-এর চেনা দৃশ্যের ছায়া নতুন ধারাবাহিক ‘এক্কা দোক্কা’য়? এমনই রব উঠেছে টেলিপাড়ায়। যাঁরা নিয়মিত ধারাবাহিক দেখেন তাঁরা বলছেন, ধারাবাহিক মোহর-এর মতোই এই ধারাবাহিকেও সোনামণি সাহার প্রতিদ্বন্দ্বী প্রিয়ঙ্কা মিত্র। চিত্রনাট্য অনুযায়ী একে অন্যের প্রবল শত্রু। ধারাবাহিকে এমনই দৃশ্য নাকি দেখা যাচ্ছে বুধবার সন্ধে থেকে।

সবিস্তার জানতে আনন্দবাজার অনলাইন যোগাযোগ করেছিল প্রিয়ঙ্কার সঙ্গে। প্রিয়ঙ্কা জানিয়েছেন, ‘খড়কুটো’র পাশাপাশি তিনি লীনা গঙ্গোপাধ্যায়ের নতুন ধারাবাহিক ‘এক্কা দোক্কা’তেও অভিনয় করছেন। দুই পরিবারের রেষারেষি ধারাবাহিকের কেন্দ্রে। যা উত্তরাধিকার সূত্রে বয়ে চলেছে এই প্রজন্মের প্রতিনিধি পোখরাজ-রাধিকা। প্রিয়ঙ্কা পোখরাজের বোন সৃজা। স্বাভাবিক ভাবেই সহ্য করতে পারে না রাধিকাকে।

একটি ধারাবাহিকে তিনি ‘চিনি’র ভূমিকায় ইতিবাচক চরিত্রে। অভিনয়ে ভারসাম্য আনতেই নতুন ধারাবাহিকে ফের ‘খল’? প্রিয়ঙ্কার কথায়, ‘‘বাস্তবে আমি আর ‘চিনি’ এক। চরিত্রের মতোই নরম সুরে কথা বলি। আন্তরিক, নম্র। সারা ক্ষণ হাসছি, মজা করছি। ফলে, ওই চরিত্রে অভিনয় করতে হয় না। কিন্তু যখনই লীনাদি নেতিবাচক চরিত্র দেন তখন নিজের উপরে জোর খাটাতে হয়। নিজের সঙ্গে বোঝাপড়া করতে হয়। আমায় অভিনয় করতে হয়। চরিত্র ফোটাতে গিয়ে পরিশ্রম করতে হয়। তাই রাজি হয়ে যাই।’’ অভিনেত্রীর দাবি, শপিং মলে গেলেও লোকে সবাই তাঁকে চিনি বলেই ডাকেন। সব সময় এই এক চরিত্রে বন্দি থাকতে ভাল লাগে না তাঁর।

‘এক্কা দোক্কা’ নতুন আঙ্গিকে অভিনয়ের কতটা সুযোগ দেবে? দর্শক একঘেয়েমিতে ভুগবে না তো? প্রশ্ন ছিল প্রিয়ঙ্কার কাছে। অভিনেত্রীর দাবি, সবে শুরু হয়েছে ধারাবাহিক। আপাতত তিনি সেন পরিবারের ছোট মেয়ে। পড়াশোনা করছেন। আগামিদিনে লেখিকা নিশ্চয়ই তাঁর জন্যও আলাদা করে কিছু না কিছু ভাববেন। পর্দার চিনির মতে, ‘‘লীনাদি ছোট-বড় সব চরিত্রকেই ভীষণ যত্ন নিয়ে ফুটিয়ে তোলেন। ওঁর সঙ্গে কাজ করে আরাম। ওঁর মতো স্বাধীনতা আগে কোথাও পাইনি। ফলে, লীনাদির উপরে সম্পূর্ণ ভরসা আছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE