Advertisement
১৮ এপ্রিল ২০২৪

সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা...

মুখ্য চরিত্রে রয়েছেন প্রিয়ঙ্কা সরকার এবং মৈনাক বন্দ্যোপাধ্যায়। ছবিটির পুরোটাই শ্যুটিং হয়েছে পার্পল মুভি টাউনে।

ছবিতে প্রিয়ঙ্কা

ছবিতে প্রিয়ঙ্কা

শেষ আপডেট: ১২ অক্টোবর ২০১৭ ০৮:০০
Share: Save:

সে দিন নীলাঞ্জনার অফিস থেকে বেরোতে অনেক রাত হয়ে যায়। কিন্তু বেরোনোর সময় দিবাকর নামে এক সিকিউরিটি গার্ড হঠাৎই তার পথ আটকায়। এ দিকে সিঙ্গল মাদার নীলাঞ্জনার মেয়ের সে দিন জন্মদিন। তাই কোনও রকমে দিবাকরকে কাটিয়ে সে বেরোনোর চেষ্টা করে। কিন্তু কোনও ভাবেই পারে না। ক্রমশ তা হাতাহাতির দিকে গড়ায়। এ ভাবে কখনও দিবাকরের দিকে পাল্লা ভারী, তো কখনও নীলাঞ্জনার দিকে। কিন্তু দিবাকর কেন এমন করে? কোন অন্ধকার অতীত জড়িয়ে রয়েছে এ ঘটনার সঙ্গে? শেষ পর্যন্ত নীলাঞ্জনা কি দিবাকরের ব্যূহ থেকে বেরোতে পারবে? এ রকম টানটান গল্প নিয়েই তৈরি হয়েছে অর্ক সিংহের ছবি ‘নীলাঞ্জনা’। মুখ্য চরিত্রে রয়েছেন প্রিয়ঙ্কা সরকার এবং মৈনাক বন্দ্যোপাধ্যায়। ছবিটির পুরোটাই শ্যুটিং হয়েছে পার্পল মুভি টাউনে। রুদ্ধশ্বাস এ ছবির শেষেও রয়েছে টুইস্ট এবং তা থেকে একটা সিক্যুয়েল বানানোরও ইচ্ছে আছে ছবির প্রযোজকের। প্রিয়ঙ্কা সরকারের জন্যও চরিত্রটা বেশ চ্যালেঞ্জিং ছিল। নায়িকার কথায়, ‘‘এই ছবিতে আমার প্রচুর অ্যাকশন সিকোয়েন্স আছে। কারণ ছবিটা অ্যাকশন প্যাকড থ্রিলার। আর সেটা করার জন্য নিজেকে সুপার ফিট রাখাটা খুব দরকার ছিল। এ ধরনের চরিত্র আমি আগে করিনি।’’ নভেম্বর বা ডিসেম্বরের গোড়ায় ছবিটি মুক্তি পেতে পারে। ছবিটির প্রোমোশনেও থাকবে চমক। লঞ্চ করা হবে একটা গেম। মজা হচ্ছে, নায়ক-নায়িকার আদলেই তৈরি করা হয়েছে গেমের ক্যারেকটারগুলো।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE