প্রিয়ঙ্কা সরকার কি আপনার পছন্দের অভিনেত্রী? যদি উত্তরটা হ্যাঁ হয়, তা হলে তাঁকে নিয়ে গর্ব করার আরও একটা কারণ সামনে এল। আর যদি উত্তরটা না হয়, তা হলে এ বার থেকে প্রিয়ঙ্কাকে নিয়ে আপনি গর্ব করতেই পারেন। কারণ তাঁর মুকুটে যোগ হল নতুন পালক। সেরা অভিনেত্রী হিসেবে দাদাসাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কার পেলেন।
অর্ণব মিদ্যা পরিচালিত ‘অন্দরকাহিনি’ ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেলেন প্রিয়ঙ্কা। নায়িকার কথায়, ‘‘আমি অনার্ড, এক্সাইটেড। এই অ্যাওয়ার্ড পেয়ে খুব ভাল লাগছে। আমাদের সময়ে খুব গুরুত্বপূর্ণ একটা প্রজেক্ট অন্দরকাহিনি। অর্ণবের জন্য শুভেচ্ছা। ও খুব ভাল কাজ করেছে। মেয়েদের নিয়ে এ সময়ে এই ধরনের কাজ খুবই সিগনিফিকেন্ট। পুরস্কার কমিটিরও প্রত্যেককে ধন্যবাদ।’’
চার নারীর কাহিনিকে এই ছবিতে ফ্রেমবন্দি করেছেন অর্ণব। চারটি চরিত্রে ভিন্ন লুকে দেখা যাবে প্রিয়ঙ্কাকে। এ ছাড়াও সিদ্বার্থ চট্টোপাধ্যায়, সুমিত সমাদ্দার, সায়নী ঘোষ, প্রসূনের মতো শিল্পীর অভিনয় সমৃদ্ধ করেছে এই ছবিকে।
আরও পড়ুন, ‘আমি প্রিয়ঙ্কা চোপড়ার মতো হতে চাই’
‘অন্দরকাহিনি’র লুকে প্রিয়ঙ্কা।
Honored to receive d Best Actress Award for the film "Andarkahini" at the 8th Dada Saheb Phalke Film Festival, 2018, that too on the birth anniversary of Phalke- d "Father of Indian Cinema".
— Priyanka Sarkar (@PriyankaSarkarB) April 30, 2018
Sincere thanks to d jury & d director of d film Arnab Middya, for d trust in me..🙏 pic.twitter.com/M0gj4LfgmP