প্রযোজনার পাশাপাশি তিনি আইনজীবীও। অনেক নামী-দামি সংস্থা তাঁর কাছে আইনি পরামর্শ নিতে আসে। অতনু রায়চৌধুরী নিজে তাদের পরামর্শ দেন, আদালতে উপস্থিত থেকে মামলা লড়েন। খবর, এ বার তিনি যিশু সেনগুপ্ত-নীলাঞ্জনা সেনগুপ্তের বিচ্ছেদ নিয়ে অভিনেতাকে আইনি পরামর্শ দিচ্ছেন। উভয়পক্ষের কেউই নাকি এখনও মামলা দায়ের করেননি বলেই খবর।
যিশুর অতনু-যোগ নাকি দেবের মাধ্যমে। ‘খাদান’ ছবিতে খলনায়কের ভূমিকায় অভিনয় করেছেন যিশু। ছবির নায়ক, সহ-প্রযোজক সাংসদ-অভিনেতা দেব। দেব-যিশু এর আগেও একাধিক ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন। পুরনো বন্ধুত্ব নতুন করে ঝালিয়ে নিয়েছেন ‘খাদান’-এ অভিনয়সূত্রে। সেই জায়গা থেকেই দেব তাঁর আইনি পরামর্শদাতা হিসাবে অতনুর সঙ্গে যোগাযোগ করিয়ে দিয়েছেন। প্রযোজকও ফেলতে পারেননি তাঁর চারটি হিট ছবির নায়কের অনুরোধ।
আরও পড়ুন:
তা হলে কি শীঘ্রই বিচ্ছেদ মামলা আদালতে উঠবে? বিষয়টি নিয়ে মুখ খোলেননি কেউই। তবে এখনও মামলা দায়ের হয়নি বলে গুঞ্জন ছড়িয়েছে, এর উল্টোটাও ঘটতে পারে। অর্থাৎ, আইনি বিচ্ছেদের পথে না-ও হাঁটতে পারেন তারকা দম্পতি। প্রসঙ্গত, দীর্ঘ ২০ বছরেরও বেশি দাম্পত্য। টলিউডে ‘আদর্শ দম্পতি’র উদাহরণ ছিলেন যিশু-নীলাঞ্জনা। গত বছর হঠাৎ আপ্ত সহায়ক শিনাল সূর্তির সঙ্গে অভিনেতার নাম জড়াতেই দাম্পত্যে চিড়। খবর, যিশু তাঁর কলকাতার বাড়ি-সহ যাবতীয় সম্পত্তি নাকি দুই মেয়ে সারা এবং জ়ারা সেনগুপ্তকে দিয়ে দিয়েছেন। ফিরে গিয়েছেন পুরনো বাড়িতে। উভয়ের বাক্যালাপ দূরঅস্ত, মুখ দেখাদেখি নেই।