পিতা এবং পুত্র, দু’জনেই ফুটবল অন্ত প্রাণ। প্রিয় দল আর্জেন্টিনার জার্সি পরে খেলা দেখতে উড়ে যান বিদেশে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং তৃষাণজিৎ চট্টোপাধ্যায়। কিন্তু তাঁদের ফুটবল-প্রেম শুধু দর্শকের আসনে সীমাবদ্ধ নয়। তাঁরা মাঠে নেমে লড়েও যান। অন্তত তেমনটাই বলছে প্রসেনজিতের সাম্প্রতিকতম ইনস্টাগ্রাম পোস্ট।
সেখানে দেখা যাচ্ছে, ছেলের সঙ্গে ফুটবল খেলছেন প্রসেনজিৎ। সবুজ মাঠ নয়, সম্ভবত বাসভবন ‘উৎসব’-এর সামনে খোলা অংশে খেলার জায়গা তৈরি করে নিয়েছেন অভিনেতা।দু’জনেরই নজর পায়ের সামনে রাখা নীল বলে। তবে এই দৃশ্য বর্তমান সময়ের নয়। ছবিটি ভাল ভাবে দেখলে বোঝা যাবে, তৃষাণজিৎ তখন বেশ ছোট। তার গায়ে এটিকের পুরনো জার্সি। বাবা-ছেলের এই রসায়নে আপ্লুত নেটাগরিকরা। মন্তব্য বাক্সে ভালবাসা উজাড় করে দিয়েছেন তাঁরা।