Advertisement
১১ মে ২০২৪
The Family Man 2

রঙের ঊর্ধ্বে রাজি

এলটিটিই জঙ্গি বা শ্রীলঙ্কান তামিলদের বর্ণ নিয়ে প্রশ্নের জবাবে পরিচালকদ্বয়ের উত্তর, ‘‘তামিল চরিত্রে তামিল অভিনেত্রীকেই কাস্ট করা হয়েছে।’’

রাজির চরিত্রে

রাজির চরিত্রে

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১১ জুন ২০২১ ০৭:৩২
Share: Save:

ভারতীয় সিরিজ় মানেই বিতর্ক। সাফল্যের আড়ালেও বিতর্ক ধামাচাপা পড়ে না। রাজ অ্যান্ড ডিকে পরিচালিত ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিজ়ন টু-এ তামিল উগ্রপন্থী রাজির চরিত্রে দক্ষিণী অভিনেত্রী সমান্থা অক্কিনেনী দেশব্যাপী প্রশংসা পাচ্ছেন। কিন্তু তাঁর স্বাভাবিক গাত্রবর্ণের উপরে কালো রং মাখানো নিয়ে প্রশ্ন উঠেছে। শ্যামবর্ণ চরিত্রে ফর্সা অভিনেতাকে দিয়ে কাজ করানো বা বলিউডের চিরাচরিত ‘বর্ণবৈষম্য’ নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। কিন্তু রাজ এবং ডিকে এই প্রশ্নের পটভূমি ‘ভুল’ বলে ব্যাখ্যা করেছেন। সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে তাঁদের যুক্তি, ‘‘বলিউড যে ভাবে ফর্সা মানেই সুন্দর, আর শ্যামবর্ণা মানেই অসুন্দর দেখাতে অভ্যস্ত— সৌন্দর্যের সেই ধারণা রাজির চরিত্রে খাটে না। কারণ তার জীবনে সৌন্দর্যের কোনও জায়গা নেই। রাজির চরিত্রের কাঠিন্য যে ভাবে সমান্থা তাঁর শরীরী ভাষায় ফুটিয়ে তুলেছেন, মেকআপ তারই সম্প্রসারণ। মনে রাখতে হবে, এই যোদ্ধারা রোদে ঘুরে বেড়ায়, জলে-জঙ্গলে থাকে। তাই তাদের গায়ের রং ওই ধাঁচের হয়।’’ এলটিটিই জঙ্গি বা শ্রীলঙ্কান তামিলদের বর্ণ নিয়ে প্রশ্নের জবাবে পরিচালকদ্বয়ের উত্তর, ‘‘তামিল চরিত্রে তামিল অভিনেত্রীকেই কাস্ট করা হয়েছে।’’

সমান্থার বাবা তেলুগু এবং মা মালয়ালি। চেন্নাইয়ে বড় হয়ে ওঠা সমান্থা নিজেকে ‘তামিল’ বলেই পরিচয় দিতে পছন্দ করেন। দক্ষিণী সুপারস্টার নাগার্জুনের পুত্র নাগা চৈতন্যকে বিয়ে করেছেন অভিনেত্রী। সমান্থাকে এই সিরিজ়ের জন্য ডায়ালেক্টের প্রশিক্ষণ নিতে হয়েছে, কারণ শ্রীলঙ্কার তামিলদের বাচনভঙ্গি আলাদা। তিন-চার মাসের কঠিন কসরত করে বাইসেপস বানিয়েছেন অভিনেত্রী, শিখেছেন মার্শাল আর্ট।

দক্ষিণী নাচ-গানে ভরা কমার্শিয়াল ছবি দিয়ে সমান্থার পরিচিতি। হাতেগোনা যে কয়েকটি অন্য ধারার ছবি করেছেন, তার মধ্যে রয়েছে জাতীয় স্তরে প্রশংসিত ‘সুপার ডিলাক্স’। রাজ-ডিকেও এই ছবি দেখে তাঁর প্রতিভা সম্পর্কে নিশ্চিত হয়েছিলেন। তবে সিরিজ়ে পরিচালকদের কাজ সহজ করে দিয়েছিলেন সমান্থা নিজেই। প্রথম বার মুম্বইয়ে তাঁকে চিত্রনাট্য শোনানোর পরে সমান্থার প্রতিক্রিয়া ছিল, ‘‘আমি এই চ্যালেঞ্জ নিতে তৈরি। আই অ্যাম গনা নেল ইট।’’ এক দশকেরও বেশি সময় ধরে কাজ করা সমান্থা আগেও অনেক হিন্দি ছবির প্রস্তাব পেয়েছেন। তবে হিন্দি ভাষা নিয়ে তিনি সড়গড় নন, জানিয়েছেন এক সাক্ষাৎকারে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

The Family Man 2
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE