Advertisement
২৩ সেপ্টেম্বর ২০২৩
Raghav-Parineeti

পরিণীতির চোখে ‘সুন্দর’ হতে অস্ত্রোপচার করিয়েছেন রাঘব? বাগ্‌দানের পর হঠাৎ ভিডিয়ো ফাঁস

ভিডিয়োটি হঠাৎ ভাইরাল হলে সাড়া পড়ে যায় নেটাগরিকদের মধ্যে। তার পরই যিনি সেই পোস্টটি আপলোড করেছিলেন, তিনি তা মুছে দেন। তবে রাঘবের নাক বড় করার গল্প ইতিমধ্যেই জেনে ফেলেছেন সবাই।

An image of Parineeti Chopra and Raghav Chadha

গত ১৩ মে রাজধানীতে আংটিবদল করেছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও আম আদমি পার্টির নেতা রাঘব চড্ডা। ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
মুম্বই শেষ আপডেট: ২৭ মে ২০২৩ ২৩:০৩
Share: Save:

স্ত্রীকে খুশি করতে বিয়ের আগে অস্ত্রোপচার? বাগ্‌দান মিটে যাওয়ার পরও চর্চায় জুটি। গত ১৩ মে রাজধানীতে আংটিবদল করেছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও আম আদমি পার্টির নেতা রাঘব চড্ডা। একে অপরের হাতে হাত রেখে অঙ্গীকার করেছেন একসঙ্গে পথ চলার। যুগলের হাত ধরে একসঙ্গে মেতে উঠেছিল বিনোদন এবং রাজনীতিজগৎ। সেই আবহেই শুরু ফিসফাস।

সম্প্রতি এক ভিডিয়ো নাকি ফাঁস হয়ে গিয়েছিল নেটদুনিয়ায়। সেখানে রাঘবকে বলতে শোনা যায়, বাগ্‌দানের আগে তিনি নাকি আরও সুন্দর হয়ে ওঠার চেষ্টায় ছিলেন। অস্ত্রোপচারও করিয়েছিলেন নাকে! অনুষ্ঠানে এক পারিবারিক মুহূর্তে আলোকচিত্রীর ক্যামেরাবন্দি হয়েছিল রাঘবের সেই বক্তব্য। কী বলছিলেন পরিণীতির হবু স্বামী?

রাঘবকে রসিকতা করেই এক বয়স্কা আত্মীয়কে বলতে শোনা যায়, “আমার নাকটা মায়ের মতো ছিল। খুব ছোট্ট। আমি সেটাকে বাবার মতো করতে চেয়েছিলাম। তাই একটু মেরামত করলাম আর কী!” বলার সময় রাঘবের অভিব্যক্তিতে ঝরে পড়ছিল অনাবিল আনন্দ। যদিও তাঁর সেই স্বীকারোক্তি সর্বসমক্ষে আসুক চাননি পরিণীতি, গোপন সূত্রে এমনটাই জানা গিয়েছে।

ভিডিয়োটি হঠাৎ ভাইরাল হতে শুরু করলে সাড়া পড়ে যায় নেটাগরিকদের মধ্যে। তার পরই যিনি সেই পোস্টটি আপলোড করেছিলেন, তিনি তা মুছে দেন। তাঁর সঙ্গে পরিণীতি-রাঘবের কিছু ব্যক্তিগত বোঝাপড়া হয়ে থাকবে, এমনই অনুমান নেটাগরিকদের। তবে রাঘবের নাক বড় করার গল্প ইতিমধ্যেই জেনে ফেলেছেন সবাই।

রাজনীতির জগতের মানুষ তিনি। তবে, নিজের স্বপ্নের নারীকে খুঁজে পেয়েছেন মায়ানগরীর অন্দরে। তাঁর হাতে হাত রেখে বাকি জীবনটুকু কাটানোর অঙ্গীকার করেছেন আম আদমি পার্টির অন্যতম মুখ রাঘব। বাগ্‌দানের পরে হবু স্ত্রী পরিণীতি চোপড়ার ঠোঁটে চুম্বন এঁকে নিজের প্রেমের ইস্তাহার দিয়েছেন রাঘব। পরিণীতি বলিউড অভিনেত্রী। আর রাঘবের বসত রাজনীতির দুনিয়ায়। দুই দুনিয়ার মিশেলে মুগ্ধ গোটা দেশ। বাগ্‌দানের অনুষ্ঠানের ছবি প্রকাশ্যে আসার পরে যুগলকে অঢেল শুভেচ্ছাও জানিয়েছেন অনুরাগীরা।

বলিউড পরিচালক ইমতিয়াজ় আলির পরবর্তী ছবি ‘চমকিলা’য় দেখা যেতে চলেছে পরিণীতি চোপড়াকে। ওই ছবির শুটিংয়ে অনেকটা সময় পঞ্জাবে কাটিয়েছেন পরিণীতি। ঘটনাচক্রে, পঞ্জাবে আপ সরকারের উপদেষ্টা কমিটির চেয়ারপার্সন রাঘব চড্ডা। সেই সময়েই বন্ধু হিসাবে পঞ্জাবে তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন রাঘব। এর আগে লন্ডনে একসঙ্গে লেখাপড়া করেছেন দু’জনে। সেখানেই তাঁদের বন্ধুত্বের সূত্রপাত। তবে প্রেমের শুরু গত বছরে থেকে। রাঘব ‘চমকিলা’র সেটে পরিণীতির সঙ্গে দেখা করতে যাওয়ার পর থেকেই নাকি ঘনিষ্ঠতা বাড়ে দুই তারকার। বাকিটা অনেকটা রূপকথার মতো প্রেম।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE