আরিয়ান খানের ‘দ্য ব্যাড্স অফ বলিউড’-এ নজর কেড়েছে রাঘব জুয়ালের অভিনয়। বিভিন্ন মহলে প্রশংসিত হচ্ছে তাঁর অভিনয়। শুটিং সেটে আরিয়ানের সঙ্গে নাকি তাঁর এক অদ্ভুত সমীকরণ তৈরি হয়েছিল। অনায়াসেই তাঁর উপর ভরসা করতেন শাহরুখ-পুত্র। ক্রমশ খান পরিবারের ঘনিষ্ঠ হয়ে উঠেছেন তিনি। এ বার কি রাঘবকে দত্তক নেবে শাহরুখের পরিবার? তেমন জল্পনা নিজেই উস্কে দিলেন রাঘব।
‘দ্য ব্যাড্স অফ বলিউড’-এর শুটিং চলাকালীন অনেককেই বেশ কিছু দৃশ্যের অভিনয় আরিয়ান নিজে দেখিয়ে দিতেন। কিন্তু রাঘব জানান, তাঁর ক্ষেত্রে আরিয়ান এটা করতেন না। বরং রাঘবের নিজস্ব দক্ষতার উপরেই ভরসা রাখতেন। এই ভাবে দু’জনের মধ্যে মনে রাখার মতো এক সমীকরণ তৈরি হয়েছে বলে জানান তিনি। রাঘব বলেছেন, “আমার আর আরিয়ানের সমীকরণটা ভয়ঙ্কর। আমাদের ভাবনাচিন্তা খুব মেলে।”
আরও পড়ুন:
শাহরুখের আসন্ন ছবি ‘কিং’-এও অভিনয় করছেন রাঘব। তাই তিনি মনে করেন, তিনিই প্রথম অভিনেতা, যিনি গোটা পরিবারের সকলের সঙ্গে কাজ করেছেন। রসিকতা করেই তাই রাঘব বলেন, “আমাকে শুধু ওঁরা দত্তক নিতে বাকি রেখেছে।” শাহরুখের সঙ্গে একটি বিশেষ মুহূর্তের কথাও জানান অভিনেতা। তিনি বলেন, “আমার সারা শরীরে বহু চোট রয়েছে। একদিন আমরা সকলে একসঙ্গে ছিলাম। উনি (শাহরুখ) আমাকে আমার স্বাস্থ্য নিয়ে প্রশ্ন করছিলেন। তখন আমি বলি, ‘স্যর আপনার মতোই আমার শরীরে বহু চোট রয়েছে। শুধু আপনার মতো পয়সা যেন উপার্জন করতে পারি।’ এই শুনে উনি হাসতে শুরু করেছিলেন।”
ভবিষ্যতে ভারতের সবচেয়ে বড় তারকা হওয়ার স্বপ্ন দেখেন রাঘব। তাঁর কথায়, “আমি ‘এবিসিডি ২’ ছবিতে বরুণ ধবন ও শ্রদ্ধা কপূরের পিছনে নেচেছিলাম। ‘এবিসিডি ৩’-তে আমি মুখ্য চরিত্রে আসতে চাই।”