Advertisement
E-Paper

এক বছরে পা দিল রাহা, জন্মদিনে এই প্রথম মেয়ের ছবি প্রকাশ্যে আনলেন আলিয়া

গত বছর ৬ নভেম্বর জন্ম হয়েছিল তার। সোমবার এক বছরে পা দিল খুদে রাহা। সমাজমাধ্যমের পাতায় মেয়েকে আদরে ভরালেন আলিয়া ভট্ট।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২৩ ২১:২১
Raha Kapoor turns one, Alia Bhatt reveals that Ranbir Kapoor cleared his schedule after she signed Jigra to look after their daughter

আলিয়া-রণবীর। ছবি: সংগৃহীত।

বছর পাঁচেক প্রেমের পরে গত বছর এপ্রিল মাসে মুম্বইয়ে গাঁটছড়া বাঁধেন বলিউড তারকা রণবীর কপূর ও আলিয়া ভট্ট। গত বছরই নভেম্বর মাসে দম্পতির কোলে আসে তাঁদের প্রথম সন্তান, রাহা কপূর। ৬ নভেম্বর, সোমবার এক বছরে পা দিল ছোট্ট রাহা। রাহার এক বছরের জন্মদিনে কেকের সঙ্গে তার ছবিও সমাজমাধ্যমের পাতায় পোস্ট করলেন আলিয়া। তবে নিজের প্রতিশ্রুতি ভেঙে মেয়ে রাহার মুখ প্রকাশ্যে আনেননি অভিনেত্রী। কেকের মধ্যে হাত রেখেছে খুদে রাহা, এমন একটি ছবি সমাজমাধ্যমের পাতায় সবার সঙ্গে ভাগ করে নেন তিনি। তবে এত দিন রাহাকে এতটুকুও দেখার সুযোগ পাননি নেটাগরিকরা। মেয়ের প্রথম জন্মদিনে অন্তত সেই আগলটুকু ভাঙলেন আলিয়া।

মেয়ের জন্মের কয়েক মাস পরেই পুরোদমে কাজে ফিরেছিলেন আলিয়া। ‘রকি অউর রানি কি প্রেম কহানি’ ছবির শুটিংয়ের জন্য কাশ্মীরে যাওয়ার সময় রাহাকে সঙ্গে নিয়েই গিয়েছিলেন অভিনেত্রী। কারণ সেই সময় নিজের ছবি ‘অ্যানিমাল’-এর শুটিংয়ে ব্যস্ত ছিলেন রণবীর। ছবি মুক্তির আগে এখন প্রচারে ব্যস্ত তিনি। অন্য দিকে, আলিয়ার হাতেও একের পর এক ছবির কাজ। শুধু অভিনেত্রী হিসাবেই নয়, প্রযোজক হিসাবেও ব্যস্ততা দিন দিন বাড়ছে তাঁর। রাহার দেখাশোনা করার জন্য কি তবে নিজের পেশাদার জীবনই বিসর্জন দেবেন রণবীর?

সম্প্রতি এক অনুষ্ঠানে অভিনয় ও সন্তান সামলানো নিয়ে খোলামেলা ভাবেই কথাবার্তা বলেন আলিয়া। জাতীয় পুরস্কার পাওয়ার পরে অভিনেত্রী হিসাবেও দায়িত্ব বেড়েছে তাঁর। পাশাপাশি রয়েছে প্রযোজনার কাজও। রাহার দেখাশোনার বিষয়টা কী ভাবে সামলাচ্ছেন তিনি? প্রশ্নের উত্তর দিতে গিয়ে আলিয়া বলেন, ‘‘আমরা নিজেদের জীবনে ভীষণ ভাবে ‘প্রায়োরিটি’-তে বিশ্বাস করি। যখন যেটাকে অগ্রাধিকার দেওয়ার কথা, তখন সেটাকেই গুরুত্বের বিচারে সামনে রাখি। যেমন আমি ‘জিগরা’ ছবি করার জন্য সায় দেওয়ার পরে রণবীর নিজের ক্যালেন্ডার ফাঁকা রেখেছিল যাতে ও রাহার সঙ্গে থাকতে পারে। যাতে আমি শুট করতে গিয়ে মেয়ের জন্য দুশ্চিন্তা না করি। বাড়িতে এক জন পেশাদার ন্যানি সব সময় থাকলেও আমরা চেষ্টা করি রাহার সঙ্গে যেন ওর মা বা বাবা, কেউ এক জন সব সময় থাকে।’’ আলিয়ার কথা থেকেই স্পষ্ট, তিনি ও রণবীর নিজেদের পেশাগত দায়বদ্ধতা এমন ভাবেই পরিকল্পনা করেন, যাতে রাহাকে গুরুত্ব দিয়েও তাঁরা নিজেদের অভিনয় জীবন সামলাতে পারেন। প্রসঙ্গত, দিন কয়েক আগে এক সাক্ষাৎকারে রণবীরও জানান, ‘অ্যানিমাল’-এর মুক্তির পরে অভিনয় থেকে মাস ছয়েকের বিরতি নিচ্ছেন তিনি। মেয়ের সঙ্গে আরও বেশি করে সময় কাটানোর উদ্দেশ্যেই যে এই সিদ্ধান্ত, তা-ও জানিয়েছিলেন রণবীর।

Bollywood Raha Kapoor Alia Bhatt Ranbir Kapoor Karan Johar
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy