Advertisement
E-Paper

উত্তর কলকাতার বনেদি বাড়িতে ঢুকে পড়লেন শাশ্বত! সঙ্গে ‘স্পেশ্যাল ক্রাইম ব্রাঞ্চ’, কী অপরাধ ঘটল?

একা শাশ্বত নন। সঙ্গী রাজনীতিবিদ পার্থ ভৌমিক, খরাজ মুখোপাধ্যায়, রোহন ভট্টাচাৰ্য, সৌরসেনী মৈত্র।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২৬ ১৩:৪৩
Raj Chakraborty shooting of Abar Prolay 2 series with Saswata Chatterjee, Partha Bhowmick, Kharaj Mukherjee, Souraseni Maitra

উত্তর কলকাতার এক বনেদি বাড়িতে চলছে ‘আবার প্রলয় ২’-এর শুটিং। —নিজস্ব চিত্র।

সাতসকালে সুকিয়া স্ট্রিটের শ্রীমানি বাড়িতে পুলিশের ‘স্পেশ্যাল ক্রাইম ব্রাঞ্চ’! খবর, কয়েক জন অজ্ঞাতপরিচয় যুবকের খোঁজে উপস্থিত তারা।

বিস্তারিত জানতে আনন্দবাজার ডট কম উপস্থিত ঘটনাস্থলে। সেখানে রাজ চক্রবর্তী তাঁর আগামী সিরিজ় ‘আবার প্রলয় ২’-এর শুটিংয়ে ব্যস্ত। বনেদি বাড়ির দালানে দাপিয়ে বেড়াচ্ছেন গোয়েন্দা অফিসার ‘অনিমেষ দত্ত’ শাশ্বত চট্টোপাধ্যায়। সঙ্গে আরও অনেকেই।

খরাজ মুখোপাধ্যায়, অভিনেতা-রাজনীতিবিদ পার্থ ভৌমিক, রোহন ভট্টাচাৰ্য, সৌরসেনী মৈত্র যোগ দিয়েছেন এই পর্বে। পুলিশি ‘লুক’ দিতে শাশ্বত, পার্থ, রোহনের চুলে স্ক্রু কাট। বাড়তি ওজন ঝরিয়ে ছিপছিপে অভিনেতারা। শীতের সকালে পরনে মোটা জ্যাকেট, পুলওভার প্রত্যেকের। একাধিক বার মহড়ার পর কখনও লং শট, কখনও ক্লোজ়আপে শট নিলেন পরিচালক। জানালেন, শুটিং চলবে রাত ১০টা পর্যন্ত।

সিরিজ়ের গল্প অনুযায়ী, ভাড়া বাড়িতে কয়েক জন অজ্ঞাতপরিচয় যুবকের খোঁজে উপস্থিত ‘স্পেশ্যাল ক্রাইম ব্রাঞ্চ’ আধিকারিকেরা। ওই যুবকেরা নাকি অপরাধদুনিয়ার সঙ্গে যুক্ত। বাড়ির মালিকের ভূমিকায় বলরাম পাণ্ডে, সহকারী রিমিল সেন। শুধু শ্রীমানীবাড়িতেই নয়! শুটিং চলেছে সুকিয়া স্ট্রিট বাজারেও। বাড়ির উপরমহলে নেওয়া হবে খানাতল্লাশির শট।

Raj Chakraborty shooting of Abar Prolay 2 series with Saswata Chatterjee, Partha Bhowmick, Kharaj Mukherjee, Souraseni Maitra

(বাঁ দিকে) রাজ চক্রবর্তী, শুটিংয়ে ব্যস্ত অভিনেতারা (ডান দিকে)। —নিজস্ব চিত্র।

এর আগে বানতলা, ব্যারাকপুর-সহ শহরের বিভিন্ন এলাকায় শুট সেরেছেন রাজ। গত নভেম্বর থেকে শুট শুরু হয়েছে। ‘আবার প্রলয়’ সিরিজ়ের অধিকাংশ অভিনেতাই নাকি থাকছেন এই সিরিজ়েও। রয়েছেন সায়নী ঘোষ, পরান বন্দ্যোপাধ্যায়ও। আরও খবর, আগের সিরিজ়ে যেমন সুন্দরবনে নারীপাচার চক্রের গল্প উঠে এসেছিল, এ বারেও নাকি সেই কাণ্ডের বর্ধিত রূপ দেখাতে চলেছেন রাজ। ক্যামেরার দায়িত্বে মানস গঙ্গোপাধ্যায়। প্রযোজনায় শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

Shooting Coverage Raj Chakrabarty Souraseni Maitra Saswata Chatterjee Abar Prolay 2
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy