দক্ষিণী ছবির সাফল্যে পিছিয়ে পড়ছে বলিউড। হালে পানি না পেয়ে বলিউডের তাবড় অভিনেতারা হাত ধরছেন দক্ষিণী পরিচালক-অভিনেতাদের। এই নিয়ে বিতর্কে উত্তাল হালফিলের ছবির জগৎ।
সেই বিতর্কের আগুনেই আবার হাওয়া দিলেন রাজকুমার রাও। তাঁর স্পষ্ট কথা, তিনিও ‘আরআরআর’, কেজিএফ’ বা পুষ্পা’-র মতো ছবি করতে চান।
মুম্বই সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে মনেক ইচ্ছের কথাই শুধু প্রকাশ করেননি, সেই সঙ্গে দক্ষিণী ছবির সাফল্যের রহস্য নিয়েও কথা বলেছেন। মতামত জানিয়েছেন স্বজনপোষণ নিয়েও।