বলিউড ছবি আর সিরিজের ঝুড়ি ঝুড়ি অফার নাকি তাঁর কাছে জড়ো হয়েছিল। সব ফিরিয়ে দিয়েছেন সামান্থা রুথ প্রভু। একটাও নাকি মনে ধরেনি। কারণ? একটাও নাকি ‘পুষ্পা’ অভিনেত্রীর উপযুক্ত নয়! কিন্তু মায়ানগরীর মায়া কি এত সহজে এড়ানো যায়? দক্ষিণের সেই অভিনেত্রী অবশেষে বলিউডে পা রাখছেন। জোরালো চরিত্রের সঙ্গে বিপরীতে নাকি জোরালো নায়ককেও পেয়েছেন! কে তিনি? টিনসেল টাউনের ফিসফিসানি, বড় নৌকোয় নাকি নোঙর বেঁধেছেন দক্ষিণী অভিনেত্রী। আয়ুষ্মান খুরানার বিপরীতে নায়িকা হয়ে আসছেন তিনি।
একে একে দক্ষিণী ছবির অনেক তারাই বলিউডি পর্দায় ঝিলমিলিয়ে ওঠার জন্য তৈরি। তালিকা লম্বা। রয়েছেন বিজয় দেবেরকোণ্ডা, নাগা চৈতন্য, রশ্মিকা মান্দানা, নয়নতারা। সমান্থার নাম এঁদের সঙ্গেই এক সারিতে উঠতে চলেছে দীনেশ ভিজানের আগামী ছবির সৌজন্যে। আরও খবর, ছবিটি সম্পূর্ণ বিনোদনধর্মী। সামান্থার চরিত্র নাকি আয়ুষ্মানের মতোই গুরুত্বপূর্ণ।