রাজকুমার রাওয়ের নাম ভাঁড়িয়ে ইমেল। তাতে ছবির চুক্তির নামে তিন কোটি টাকা দাবি! এমন প্রতারণা ছক ফাঁস করলেন অভিনেতা নিজেই। টুইটারে সেই ভুয়ো ইমেলের ছবি পোস্ট করে সকলকে সতর্ক করেছেন পর্দার ‘নিউটন’।
ঘটনার সূত্রপাত একটি ইমেলে। অর্জুন নামে এক ব্যক্তির উদ্দেশ্যে ওই ভুয়ো ইমেলটির প্রেরক হিসেবে রয়েছে রাজকুমারের নাম। ইমেলে বলা হয়েছে, রাজকুমার ও তাঁর সহকারী সৌম্যর সঙ্গে অর্জুনের আলোচনার ভিত্তিতে ‘হানিমুন প্যাকেজ’ নামে ছবিতে কাজ করতে রাজি অভিনেতা। তবে এই ইমেলটি চুক্তিপত্র হিসেবে গণ্য হবে রাজকুমারের অ্যাকাউন্টে সই বাবদ ৩ কোটি টাকা পাঠানোর পরেই। ওই ইমেলেই অর্জুন, পরিচালক এবং প্রযোজককে চিত্রনাট্য পড়ার জন্য ডাক পাঠিয়েছেন ‘রাজকুমার’। এ-ও বলেছেন, মুম্বইয়ে না থাকার দরুণ ইমেলেই ছবিতে কাজের সম্মতি জানালেন তিনি।