Advertisement
E-Paper

বিগ বসের ঘরে কফি নিয়ে ঝগড়া, নাক ফাটল রাখি সবন্তের

উত্তপ্ত বাক্য বিনিময়ের মধ্যে দিয়েই শেষ হল না ব্যাপারটা।  বেশ কিছু ক্ষণ চিৎকার চলার পর একটি ভারী মুখোশ রাখির মাথায় চাপিয়ে দেন জ্যাসমিন।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২০ ১৮:৪৩
বিগ বসের ঘরে তুমুল ঝগড়া।

বিগ বসের ঘরে তুমুল ঝগড়া।

বিগ বসের ঘরে কুৎসিত বাগবিতণ্ডা! পরিণতিতে নাক ফাটল রাখি সবন্তের।

ক্যাট ফাইটের সূচনা কী করে হল?

কফি নিয়ে। রাখির দাবি, তাঁর কফি চুরি করেছে কেউ। তার জন্য একেবারে শাপশাপান্ত করে বসলেন তিনি। চিৎকার করে বললেন, ‘‘যে কফি নিয়ে আমার পিছনে চরগিরি করবে, সে কিন্তু বাজে দুর্ঘটনায় মরে যাবে। আমি বলে দিলাম।’’ অভিশাপ শুনে ক্ষেপে উঠলেন ঘরের বাকি সদস্যরা। অ্যালি গনি এবং অনুভব শুক্লও কোমর বেঁধে নেমে পড়লেন। তাঁরা চিৎকার করে উঠলেন, ‘‘এই মহিলা কি পাগল! এ ভাবে কারোর মৃত্যুকামনা করছে কী করে?’’

View this post on Instagram

A post shared by ColorsTV (@colorstv)

কিন্তু এই উত্তপ্ত বাক্য বিনিময়ের মধ্যে দিয়েই শেষ হল না ব্যাপারটা। জ্যাসমিন ভাসিন নিজের মাথা ঠান্ডা রাখতে পারলেন না। রাখির মুখোমুখি হলেন তিনি। বেশ কিছু ক্ষণ চিৎকার চলার পর একটি ভারী মুখোশ রাখির মাথায় চাপিয়ে দেন জ্যাসমিন। ব্যস, তাঁর নাক গেল ফেটে। কাঁদতে কাঁদতে নিজেকে আরও আঘাত করলেন রাখি। টেবিলে মাথা ঠুকতে লাগলেন তিনি।

এই গোটা ঘটনার মাঝে রাখির মুখে ছিল মেকআপ। চোখ ও ঠোঁট দিয়ে চুঁইয়ে পড়ছে রক্ত। আর তিনি কেঁদে চলেছেন এক টানা। সব মিলিয়ে একটা বীভৎস ব্যাপার ঘটে গেল বিগ বসের ঘরে! বিগ বসের ১৪ নম্বর সিজনে যেন ঘটনার ঘনঘটা!

আরও পড়ুন : ফেলুদা করতে গিয়ে প্রথম ধূমপান, সৃজিতের কথায় ‘রিং’ ছেড়েছিলেন টোটা!

আরও পড়ুন : ‘রেস ৩’, ‘হিম্মতওয়ালা’র চেয়েও নীচে ‘কুলি নম্বর ১’! আইএমডিবিতে জায়গা পেল তলানিতে

Rakhi Sawant Jasmine Bhasin Big Fight Reality show Big boss 14
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy