Advertisement
১৬ অক্টোবর ২০২৪
susmita sen

Rakhi Sawant: সুস্মিতা-ললিতের সম্পর্ক নিয়ে কটাক্ষ রাখি সবন্তের, কী বললেন বলিউডের ‘ড্রামা কুইন’?

ললিত-সুস্মিতার সম্পর্ক নিয়ে তীব্র কটাক্ষ রাখি সবন্তের। সেই সঙ্গে গাইলেন নিজের গুণগান।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ১৬ জুলাই ২০২২ ১৯:৪৩
Share: Save:

বলিউডে কোনও ঘটনা ঘটবে, আর তাতে রাখি সবন্ত মন্তব্য করবেন না— এমন সচরাচর হয় না। বলিউডের এই মুহূর্তের বড় খবর ললিত মোদী-সুস্মিতা সেনের প্রেমপর্ব। দাবানলের মতো ছড়িয়ে পড়ছে এই খবর। মন্তব্যের ঝড় উঠেছে। সমালোচনার পাহাড়ও জমেছে বলিউডের অন্দরে। আর এখানেও রাখি সবন্ত এগিয়ে সবার আগে।

মুম্বই সংবাদ সংস্থার কাছে ঝাঁঝালো মন্তব্য করে রাখি বলেছেন, ‘‘ললিত-সুস্মিতার বয়সের পার্থক্য তো বাবা-মেয়ের মতো। সুস্মিতা প্রাক্তন বিশ্বসুন্দরী, ললিত মোদী কে?’’

শুধু এই কথা বলেই চুপ করে থাকেননি রাখি, সুস্মিতা-ললিতের উদ্দেশে ছুড়ে দিয়েছেন আরও তীব্র কটাক্ষ। তাঁর মতে, ললিত মোদী বহু টাকার মালিক। আর এই টাকা তিনি চুরি করে আয় করেছেন। এত টাকা আছে যাঁর, তিনি বলিউডের যে কোনও নায়িকারই সঙ্গ পেতে পারেন।

এই প্রসঙ্গে নিজে কত মহান, সেই তুলনা করতেও ছাড়েননি । সংবাদসংস্থার কাছে তিনি বলেছেন, ‘‘রাখি সবন্ত টাকার পিছনে ছোটে না। সে এখনও ভালবাসা ও সত্যের পুজারী।’’

অন্য বিষয়গুলি:

susmita sen lalit modi Rakhi Sawant
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE