ফিটনেস সচেতন বলে ইন্ডাস্ট্রিতে পরিচিত রাকুল প্রিত সিংহ। হালে করোনা সংক্রমণ থেকে সেরে উঠে কাজে ফিরেছেন তিনি। কিন্তু শ্যুটিংয়ের ব্যস্ততার কারণে এখন জিমে যাওয়ার সময় নেই তাঁর। তাই তিনি নিলেন অভিনব পদ্ধতি। এ বার থেকে শ্যুটিংয়ে যাবেন সাইকেলে চেপে।
বুধবার ইনস্টাগ্রামে এক পোস্ট করে রাকুল জানিয়েছেন এই কথা। সঙ্গে জুড়ে দিয়েছেন সাইকেল চালানোর ছোট্ট ভিডিয়োও। বলেছেন, জিমের সময় বাঁচানোর জন্যই তাঁর এই উদ্যোগ। পাশাপাশি ব্যায়ামটাও হয়ে যাচ্ছে।
‘সময় বাঁচাতে সাইকেল চালিয়েই সেটে... ১২ কিলোমিটার রাস্তা’, সমাজমাধ্যমে লিখেছেন তিনি।